Categories
রাজনীতি

দেশব্যাপী অবরোধের ডাক দিল হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ

বাংলাদেশ প্রতিবেদক: ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে আগামী ২৫ জানুয়ারি দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

আজ শনিবার রাজু ভাস্কর্যের সামনে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে এ ঘোষণা দেয় সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। এছাড়াও দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২২ জানুয়ারি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হবে বলে জানান তিনি।

এরপরও নির্বাচনের তারিখ পেছানো না হলে ২৫ জানুয়ারি অবরোধ শেষে ২৭ জানুয়ারি গণঅনশন কর্মসূচি দেয়া হবে বলে জানান রানা দাসগুপ্ত।

রানা দাসগুপ্ত বলেন, ৩০ তারিখ সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। এ দিন কোনো নির্বাচন মেনে নেয়া হবে না। অসাম্প্রদায়িক বাংলাদেশে এমনটা হতে পারে না। তাই আমরা প্রতিরোধ করব। এতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় নির্বচন কমিশনের ওপরই বর্তাবে।

উল্লেখ্য, সরস্বতী পূজার দিনে নির্বাচনের তারিখ দেয়ায় তা পরিবর্তনের দাবিতে গত বৃহস্পতিবার থেকেই রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবু দাবি আদায় না হওয়া পর্যন্ত অসুস্থ শরীর নিয়েও অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।

Categories
সারাবাংলা

বেনাপোল সীমান্তে ২পিচ স্বর্ণের বার উদ্ধার

শহিদুল ইসলাম: যশোরের বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা ২ পিচ স্বর্ণের বার উদ্ধার করেছে। যার ওজন ৬২০ গ্রাম।

শনিবার দুপুর সাড়ে ৩টার সময় নাভারন রেলষ্টেশন মোড় থেকে মালিক বিহীন অবস্থায় উদ্ধার করেন।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাভারন ষ্টেশন মোড়ে ফল পট্টিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি লাল স্কুল ব্যাগের মধ্যে ২ পিচ স্বর্ণের বার মালিক বিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। যার ওজন ৬২০ গ্রাম। মূল্য ৩৪ লক্ষ ৭২ হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

Categories
অর্থনীতি

২০৩০ সালে বাংলাদেশ বিশ্বের প্রথম সারির অর্থনীতির দেশ হবে: আবুল বারকাত

মুখলেসুর সুইট: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ অর্থনীতি সমিতির আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে তিনটি পর্বে অর্থনীতি সমিতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর বৈষম্যহীন বাংলাদেশ চাই, যার স্বপ্ন তিনি দেখেছেন।
আমি চাই বাংলাদেশ আমেরিকা নয়, বাংলাদেশ অর্থনীতিতে সমৃদ্ধ বাংলাদেশ হবে। আমরা আমেরিকা থেকে অনেক ভাল অবস্থানে আছি কারণ আমেরিকায় প্রতি ৫ জনে ১ জন দরিদ্র অবস্থায় জন্মগ্রহণ করে।
তিনি আরো বলেন, বাংলাদেশ প্রমাণ করেছে এদেশ আর ভিক্ষুকের দেশ নয়। অদূর ভবিষ্যতে ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের প্রথম সারির অর্থনীতির দেশ হবে।
অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক আব্দুল মুঈদের সভাপতিত্বে সেমিনারটি উদ্ধোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়া সেমিনারে কুষ্টিয়ার ৭০ জন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ আঞ্চলিক সেমিনারের আহবায়ক ছিলেন অধ্যাপক ড.আলমগীর হোসেন ভূঁইয়া।

Categories
সারাবাংলা

উল্লাাপাড়ায় নানা আয়োজনে এশিয়ান টিভির ৭ম বর্ষপূর্তি পালন

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির ৭ম বর্ষপূর্তি পালন করা হয়েছে । শনিবার সকাল ১০টায় উল্লাপাড়া ফুডপার্ক রেস্টুরেন্ট থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। এরপর স্থানীয় ফুড পার্কে কেক কেটে বর্ষপূর্তির শুভউদ্ধোধন করেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। এসময় আব্দুল বাতেন হিরু এর সভাপতিত্বে এশিয়ান টিভির উল্লাপাড়া প্রতিনিধি আল-আমিন সঞ্চলনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাহিদ হাসান খান, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, সহকারি অধ্যাপক শামিম হাসান, ইউসুফ আলী মন্টু। এ সময় বিভিন্ন পত্র-পত্রিকা ও টিভি চ্যানেল সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন , এ আর জাহাঙ্গির, সাহারুল হক সাচ্চু, নজরুল ইসলাম, নুর মোহাম্মদ সরকার, রিয়াজুল ইসলাম সবুজ , সঞ্জীব সরকার, শিশির আলম, ফরহাদ আলম আকিব, মোঃ আমিনুল ইসলাম, এস এম মঈনুল ইসলাম, আলমগীর হোসেন, রয়হান আলী, আবু বক্কর সিদ্দিক, আল মাহমুদ, বায়েজিদ।

Categories
সারাবাংলা

নেত্রকোনায় ইসকনের বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ

হুমায়ুন কবির: নেত্রকোনার মোক্তাপাড়া এলাকায় হিন্দুদের দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে ইসকনের বিরুদ্ধে। শুক্রবার (১৭ জানুয়ারী)দিনব্যাপী দখলকান্ডকে ঘিরে উত্তেজনা বিরাজ করে।

পরবতীতে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দখলকারী ইসকন সদস্যদের জনতার ভেতর থেকে উদ্ধার করে নিরাপদে পাঠিয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোক্তারপাড়া শহরের মেইন সড়কের উপরে ৯ শতাংশ জমির এক অংশে তাপস কুমার সরকারের বোন ছায়ারানী সরকার বসবাস করতেন।

তাপস কুমার সরকার ভূমিটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘ ৬৫ বছর যাবৎ ভোগদখল করে আসছিলেন।

ঘরটি মেরামত করতে বোন মেয়ের বাড়িতে গিয়েছিল। কিন্তু গত শুক্রবার দিনের বেলায় সকালে ইসকন সদস্যরা ঢোল করতাল নিয়ে ঘরটি দখলে নিয়ে নেয়।

এদিকে এ ঘটনায় দুপুরেই তাপস সরকার থানায় লিখিত অভিযোগ দেন ইসকন সদস্য সুবীর চন্দ্র সরকারকে বিবাদী করে।কিন্তু বিকাল থেকে মোক্তারপাড়া এলাকায় ইসকনের দখল নিয়ে উত্তেজনা বিরাজ করে।

ভূমির মালিক ও ইসকনদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ভূমির মালিক ছায়ারানি ও তার বোন অভিযোগ করেন, তাদের গায়ে ইসকনের পুরুষরা হাত তুলেছেন।

এসময় তারা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। পরবতর্ীতে সন্ধ্যা বেলায় বিষয়টি এলাকায় ছড়িয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

এরপর মডেল থানার পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরবতর্ীতে দখলকারী ইসকনের সদস্যদের ঘরের ভেতর থেকে বের করে নিরাপদে পাঠিয়ে দেয়া হয়।

তাপস সরকারের লিখিত অভিযোগে প্রকাশ থাকে যে, পারিবারিক বিষয়াদি নিয়ে সুবীর চন্দ্র সরকার শত্রুতা পোষন করে আসছিলো।

এর জের ধরে গত শুক্রবার ৩০/৪০ জন ইসকনের সদস্য নিয়ে তারা বেআইনীভাবে দখল পায়াতারা করে। ঘরটি জরাজীর্ন এবং নতুন সড়ক উঁচু হওয়ায় ঘরের মেঝে নীচু হয়ে পড়লে তা মেরামত করানোর জন্য মেয়ের বাড়িতে গিয়েছিলেন ছায়ারানি। ঘরের চাল মেরামতের কাজও চলছে। দখলের খবর পেয়ে তারা ছুটে আসলে তাদেরকে ভয়ভীতি দেখায়। এ ব্যপারে অভিযুক্ত ইসকন সদস্য সুবীর চন্দ্র সরকারের মুঠোফোনে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয় নি।

নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক করতেই ঘরের ভেতর থেকে ইসকন কয়েকজকে বের করে নিরাপদে পাঠিয়ে দিয়েছি। যেহেতু ধর্মীয় বিষয় তাই তাদেরকে বলা হয়েছে তারা বসে মীমাংসা করবে। এ বিষয়ে কোন পক্ষই শনিবার বিকাল পর্যন্ত কোন অভিযোগ করেনি। তবে দখলের বিষয়ে শুক্রবার একটি অভিযোগ হয়েছে বলে জানান তিনি।

Categories
সারাবাংলা

রংপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে সঞ্চয় সপ্তাহের উদ্ধোধন

জয়নাল আবেদীন: “অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর” এই প্রতিপাদ্যে জাতীয় সঞ্চয় অধিপ্তরের উদ্যোগে বিভাগীয় নগরি রংপুরে র্র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সঞ্চয় সপ্তাহ শুরু হয়েছে । জেলা সঞ্চয় অফিসের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে উদ্বোধনী আলোচনায় জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মমিনুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, স্থানীয় সরকার রংপুর বিভাগীয় উপ-পরিচালক আশরাফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সঞ্চয় অফিসার রবিউল হাসান। বক্তারা বলেন আজকের সঞ্চয় হচ্ছে আগামি দিনের পরমবন্ধু । তাই আজকে প্রাথমিক থেকে বিশ^বিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে হবে । যে পরিবার সস্ঞ্চয় করে তারা যে কোন সমস্যার মোকাবেলা করতে পারে । আমাদের প্রত্যেকেরই সঞ্চয় করা উচিত । এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন প্রধান শিক্ষক আব্দুল মালেক, সিনিয়র সহকারী শিক্ষক মিজানুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক বিনীতা রানী, রাশেদা ইসলাম। সঞ্চয় সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সঞ্চয়কারী অংশ নেন। । সঞ্চয় সপ্তাহ ১৮ জানুয়ারী থেকে ২৪ জানুয়ারী পর্যন্ত চলবে।

Categories
সারাবাংলা

রাজারহাটে চাকরি না পেয়ে যুবকের আত্মহত্যা

এ.এস লিমন: কুড়িগ্রামের রাজারহাটে চাকুরী না পেয়ে হতাশ হয়ে আজাদুর ইসলাম ওরফে জোবাইদুল কুঠিয়াল(২৮) নামের এক যুবক আত্নহত্যা করেছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,উপজেলার উমর মজিদ ইউপির বালাকান্দি কৈকুড়ি এলাকার সেকেন্দার আলীর কৃষি ডিপ্লোমা পাশ পুত্র আজাদুর ইসলাম ওরফে জোবাইদুল কুঠিয়াল স্থানীয় হাবিবুর রহমান প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতার পাশাপাশি টিউশনি করে আসছিল। দীর্ঘদিন ধরে সরকারি ও আধা সরকারি চাকুরীতে দরখাস্ত করাসহ পরীক্ষায় অংশ গ্রহন করে আসছিল। সম্প্রতি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা (বিএস) পদে পরীক্ষায় অংশ গ্রহন করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। এরপর মৌখিক পরীক্ষায় অংশ নেয়। চুড়ান্ত ফলাফলে উত্তীর্ণ না হওয়ায় হতাশ হয়ে পড়ে জোবাইদুল কুঠিয়াল। ফলাফল প্রকাশের পর সে নিজেকে পরিবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে আসছিল। এরই একপর্যায়ে গতকাল শনিবার দুপুরে পরিবারের সকলের অগোচরে তার শয়ন ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে। খবর পেয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত থেকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এ বিষয়ে ওসি সাংবাদিকদের জানান, আত্নহত্যার ঘটনাটি সঠিক। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। শনিবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Categories
সারাবাংলা

লক্ষ্মীপুরে দিনব্যাপী পিঠা উৎসব

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরে দেশীয় ঐতিহ্য বিভিন্ন পিঠা পুলির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী নিজস্ব ক্যাম্পাসে এ আয়োজন করে লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল এন্ড কলেজ।
এসময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও স্থানীয় প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতি দেখা যায়।

ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু। এসময় জেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর, শামছুল হুদা ইন্টারন্যাশনা স্কুলের অধ্যক্ষ সেলিম উদ্দিন নিজামী, নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ ও লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম সুমন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ উৎসবে বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে অর্ধশতাধিক স্টল বসানো হয়। এতে প্রায় ১৫০ ধরনের পিঠাপুলি প্রদর্শন করা হয়। প্রতি বছর শীতে লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ পিঠা উৎসবের আয়োজন করে থাকে বলে জানা গেছে।

Categories
সারাবাংলা

একান্ত মুহূর্তের ছবি দিয়ে বন্ধুর প্রেমিকাকে ব্ল্যাকমেইল

সদরুল আইন: রাত সোয়া ৯টা। ফেসবুক ব্যবহার করছিলেন এক তরুণী। হঠাৎ একটি ছবি পাঠানো হয় অপরিচিত আইডি থেকে। ছবিতে চোখ রাখতেই পুরো শরীর কেঁপে উঠে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর। ছবিটি তারই।প্রেমিকের সঙ্গে একান্ত মুহূর্তের ছবি।

অপরিচিত আইডি থেকে হুমকি দেয়া হয়েছে, ‘এ রকম অনেক ছবি রয়েছে। ছবিগুলো ভাইরাল করে দেয়া হবে।

এ থেকে রক্ষা পেতে হলে মোটা অঙ্কের টাকা দিতে হবে।’ দু’চোখে অন্ধকার দেখতে পান ওই তরুণী। ছবিগুলো তার প্রেমিকের কাছে ছিলো। প্রেমিকের সঙ্গে সম্পর্ক নেই প্রায় দু’বছর।

তারপরও প্রেমিক এমন করার কথা না। তাহলে কী ছবিগুলো বেহাত হলো? এরকম নানা প্রশ্ন তরুণীর মনে। ছবিগুলো ভাইরাল হলে আত্মীয়-স্বজন, পরিচিতদের সামনে মুখ দেখাবেন কী করে। খবর ছড়িয়ে যাবে সর্বত্র। গ্রামে, শহরে, দেশে-বিদেশে। ঘামে ভিজে যাচ্ছে পুরো শরীর। অস্থির তরুণী।

এ নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে যান ওই তরুণী। শেষ পর্যন্ত সেই অপরিচিত আইডি ব্যবহারকারী যুবককে গ্রেপ্তার করেছে সিটিটিসি’র সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ।

গ্রেপ্তারের পর পুলিশের কাছে ব্ল্যাকমেইলের পুরো ঘটনা বর্ণনা করেছে সে। গ্রেপ্তার ওই যুবকের নাম কামরুল হাসান শোভন।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদি হয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা করেছেন।

জানা গেছে, মিরপুরের বিসিআইসি কলেজে ছাত্রী থাকাবস্থায় ২০১৫ সালের শেষের দিকে এক বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে তরুণীর। দু’জনে বেড়াতে যেতেন বিভিন্নস্থানে। কারণে-অকারণে ছবি ধারণ করতেন। এরমধ্যে ছিলো একান্ত মুহূর্তের কিছু ছবি।

২০১৭ সালের শেষের দিকে তাদের প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এই তরুণী এখন একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। গত বছরের ১৭ই নভেম্বর রাতে হৃদয় খান নামে একটি ফেসবুক আইডি থেকে তাকে ম্যাসেজ পাঠানো হয়। সঙ্গে একান্ত মুহূর্তের ছবি। দাবি করা হয় চাঁদা।

বাধ্য হয়েই মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন তিনি। কিন্তু তাতে আরও ক্ষিপ্ত হয়ে উঠে ওই আইডি ব্যবহারকারী। ক্ষিপ্ত হয়ে তরুণীর কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সেইসঙ্গে আবারও টাকা দাবি করে।

হৃদয় খান আইডি’র ওই ব্যবহারকারী জানায় তার কাছে আরও অনেক ছবি রয়েছে। যা ছড়িয়ে দিলে সমাজে মুখ দেখানো যাবে না। এরকম নানা হুমকি দিয়ে টাকা দাবি করে। টাকা না দিলে একে একে সব ছবিই ছড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেয়।

তরুণী কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। ঘনিষ্ঠদের পরামর্শে ছুটে যান সিটিটিসি’র সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগে। গত বছরের ৩০শে ডিসেম্বর লিখিত অভিযোগ করেন তিনি।

এরমধ্যেই বারবার হৃদয় খান নামক আইডি থেকে ম্যাসেজ পাঠানো হচ্ছিলো। অভিন্ন হুমকি, ‘টাকা দিবি, নইলে ছবি ভাইরাল করা হবে’। বিকাশ নম্বর চান তরুণী।

বাধ্য হয়েই গত ১লা জানুয়ারি ওই নম্বরে ১০ হাজার টাকা পাঠান তরুণী। কিন্তু এতে তৃপ্ত হয়নি ওই আইডি ব্যবহাকারী। আবার টাকা দাবি করে। গত ৯ই জানুয়ারি পাঠানো হয় আরও কিছু টাকা। এবার সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলামের সহায়তায় অনুসন্ধান করে ‘হৃদয় খান’ আইডির ব্যবহারকারীকে সনাক্ত করা হয়।

ওই দিনই সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের সদস্যরা। তরুণীর পাঠানো টাকা উত্তোলন করতে ঢাকার নবাবগঞ্জের গালিমপুর বাজারের একটি বিকাশের দোকানে যায় এক যুবক।

তাৎক্ষণিকভাবে তাকে আটক করে সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের সদস্যরা। এসময় তার মোবাইলফোনে লগইন অবস্থায় ফেসবুকে ‘হৃদয় খান’ আইডি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায়, তার নাম কামরুল হাসান শোভন (২৪)।

এ বিষয়ে সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ বলেন, জিজ্ঞাসাবাদে শোভন স্বীকার করেছে ওই ছবিগুলো তার বন্ধুর ফোন থেকে গোপনে সংগ্রহ করেছে।

শোভনের বন্ধুর সঙ্গে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই তরুণীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। তবে ওই বন্ধু এ বিষয়ে অবগত না। গ্রেপ্তারের পর একদিনের রিমান্ডে নিয়ে শোভনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি। গ্রেপ্তার কামরুল হাসান শোভন ঢাকার নবাবগঞ্জের সূর্যখালী গ্রামের মোস্তফা কামালের পুত্র।

Categories
সারাবাংলা

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৪র্থ শ্রেণির ছাত্র গ্রেফতার!

সদরুল আইন: ঢাকার বংশালে প্রথম শ্রেণি পড়ূয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১২ বছরের এক শিশুর বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার চতুর্থ শ্রেণির ওই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবারই আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাকে টঙ্গীতে জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

বুধবার ধর্ষণের ঘটনা ঘটলেও বৃহস্পতিবার পুলিশকে জানান স্বজনরা।

সেদিনই ভুক্তভোগী শিশুকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)।

বংশাল থানার ওসি শাহীন ফকির জানান, ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। ধর্ষণে অভিযুক্ত শিশুটি পড়ে চতুর্থ শ্রেণিতে।

এ ঘটনায় শিশুটির মা মামলা করেছেন। ওসিসিতে শিশুটির চিকিৎসা ও ধর্ষণ প্রমাণে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

শিশুটির মায়ের অভিযোগ, বুধবার বিকেলে তিনি ও তার স্বামী দু’জনই কাজের জন্য বাসার বাইরে ছিলেন। তাদের মেয়ে বাসায় একা ছিল।

এ সুযোগে তাদের ভাড়াবাসার মালিকের নাতি শিশুটিকে ধর্ষণ করে। রাতে বাসায় ফিরে তিনি ঘটনা জানতে পারেন।

এ ব্যাপারে অভিযোগ জানাতে বাসার মালিকের কাছে গেলে তিনি হুমকি-ধমকি দিয়ে পুলিশের কাছে যাওয়া থেকে তাদের বিরত রাখেন।
শিশুটিকে হাসপাতালেও নিতে দেননি।

তবে বৃহস্পতিবার সে বেশ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিতে বাধ্য হন। ঘটনা প্রকাশ না করার জন্য তাদের শাসিয়ে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

পুলিশ জানায়, শিশুটির মা গৃহশিক্ষকতা করেন। তার বাবার একসময়ে গুলশানে ব্যবসা প্রতিষ্ঠান ছিল।

তবে আগুনে পুড়ে যাওয়ার কারণে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এখন তিনি বঙ্গবাজারে একটি দোকানে কাজ করেন।

Categories
খেলাধুলা

পাকিস্তান সফরের ডাক পেলেন লক্ষ্মীপুরের হাসান

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের হাসান মাহমুদ বিপিএলে ভালো করে জায়গা পেলেন জাতীয় দলে। পাকিস্তান সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বিসিবি। পাকিস্তানে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ দলে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এবার বিপিএলে ভালো পারফরমেন্স করা লক্ষ্মীপুরের কৃতি সন্তান হাসান মাহমুদ।

পাকিস্তান সফর থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসানও নিষিদ্ধ থাকায় তারুণ্যনির্ভর দল গড়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু নির্বাচকেরা অভিজ্ঞ দলই পাঠাচ্ছেন।

আগের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, আরাফাত সানি ও আবু হায়দার রনি। দলে ফিরলেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন ও মেহেদী হাসান। এবার বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলা স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান দেশের হয়ে একমাত্র টি–টোয়েন্টি খেলেছেন প্রায় দুই বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে।

এবার বিপিএলের পারফরম্যান্স দিয়ে দলে জায়গা করে নেওয়াদের মধ্যে সবচেয়ে বড় চমক হাসান মাহমুদ। উইকেটশিকারে তাঁর নাম ওপরের দিকে নেই। তবে গতির ঝড় তুলেছেন ভালোই। ঢাকা প্লাটুনের হয়ে ১৩ ম্যাচে ১০ উইকেট নেওয়া এ পেসার ঘন্টায় সর্বোচ্চ ১৪২.৪০ কিমি গতি তুলেছেন।

ঢাকার কোচিং স্টাফ থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসানও প্রশংসা করেছেন ২০ বছর বয়সী এ ডানহাতি পেসারের।

লক্ষ্মীপুরের এ পেসার উঠে এসেছেন বয়স ভিত্তিক ক্রিকেট খেলে। তিন মাসে তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। প্রথম দফায় চলতি মাসের ২৪, ২৫ ও ২৭ তারিখে লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, হাসান মাহমুদ।

Categories
সারাবাংলা

ফুলবাড়ীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে কম্বল ও খাতা বিতরণ

মোস্তাক আহম্মেদ: বেসরকারি সংস্থ্যা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র উদ্যোগে গতকাল শনিবার উপজেলার ৪টি ইউনিয়নে পৃথক পৃথকভাবে ৯০০ শিশুর মাঝে কম্বল ও তালিকাভুক্ত ২ হাজার ৩২৩ জন শিশুর মাঝে খাতা বিতরণ করা হয়েছে। উপজেলার এলুয়াড়ি, আলাদীপুর, কাজীহাল ও বেতদিঘী ইউনিয়নের ইউপি চেয়ারম্যানদের সভাপতিত্বে আয়োজিত কম্বল ও খাতা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর এপিসি ব্যবস্থাপক কাজল দ্রং, ফুলবাড়ী এপি ব্যবস্থাপক স্বপন সিং, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মণ্ডল প্রমুখ। শেষে আনুষ্ঠানিকভাবে ৪টি ইউনিয়নের ৯০০ জন শীতার্ত শিশুর হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল ও তালিকাভুক্ত ২ হাজার ৩২৩ জন শিশুর হাতে ১১ হাজার ২৫০টি খাতা তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়। এতে উপজেলার ৪টি ইউপি’র চেয়ারম্যান-মেম্বার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র প্রোগ্রাম অফিসার, গণমাধ্যমকর্মী, গ্রাম উন্নয়ন কমিটি ও শিশু ফোরামের সভাপতিসহ সুুধিজনরা উপস্থিত ছিলেন।

Categories
সারাবাংলা

উল্লাপাড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর ৪৫ জনের মাঝে অনুদানের চেক বিতরণ

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার প্রান্তিক জনগোষ্ঠীর ৪৫ জনের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে সকাল এগারোটায় এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসান খান। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে ৪৫ জনের মাঝে সরকারী অনুদানের ৮লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করেন। প্রতিজনকে ১৮ হাজার টাকার চেক দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের আয়োজনের এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোতালেব প্রমুখ। এ অনুদান প্রাপ্তদেরকে ৬ মাসের মেয়াদী প্রশিক্ষণ দেয়া হয়।

Categories
সারাবাংলা

ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, আরও ২ মুস‌ল্লির মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছ। এই পর্বে আরও দুই মুস‌ল্লির মৃত্যূ হয়েছে। শ‌নিবার রাতে তাদের মৃত্যু হয়। এই নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ৫ মুসল্লির মৃত্যু হলো।
ইজতেমার জিম্মাদার মো, র‌ফিক জানান, শ‌নিবার রাতে রংপুর জেলার পীরগঞ্জ থানার উসমানপুর গ্রামের মৃত হাজী জয়নাল উদ্দি নের ছেলে হুমায়ুন ক‌বির ও গাইবান্দা জেলার সারঘাটা থানার কামালের পাড়া গ্রামের আবুল কাসমের ছেলে আব্দুস সোবাহান। এই নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ৫ মুসল্লির মৃত্যু হলো।
শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের ইজতেমার আনুষ্ঠানিকতা। ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে মুসল্লিদের নিরাপত্তাদানে র‌্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা দিতে সতর্ক থাকতে দেখা গেছে।

Categories
সারাবাংলা

কক্সবাজারে বনভোজনের বাস খাদে, আহত ৩০

কায়সার হামিদ মানিক: কক্সবাজারের রামু উপজেলায় বনভোজনের একটি বাস খাদে পড়ে ৩০ জন আহত হয়েছে। আজ (১৮ জানুয়ারি) শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে চাবাগান লম্বা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বনভোজনে বহনকারী ৪৫ আসনের একটি বাস ঢাকা থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। বাসটি রামু উপজেলার চাবাগান লম্বা ব্রীজ এলাকা অতিক্রম করার সময় ব্যাটারি চালিত অটো’কে সাইট দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ওই বাসে থাকা ৩০ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে কয়েকজনের অবস্থা শোচনীয় হওয়ায় তাঁদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বনভোজনে আসা কামাল নামে একজন বলেন, অটোকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। পাঁচজন বাদে বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য বনভোজনটি বাতিল করা হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বনভোজনের একটি বাস খাদে পড়ে ৩০ জনের মতো আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আল্লাহ বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচিয়েছেন। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

Categories
সারাবাংলা

ফরিদপুরের শিশু সাজিদ দাবায় রাজশাহী বিভাগে চ্যাম্পিয়ন

আব্দুদ দাইন: পাবনার ফরিদপুরের সাকলাইন মোস্তফা সাজিদ জাতীয় শিশু পুরস্কার দাবা প্রতিযোগিতায় রাজশাহী বিভাগে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার রাজশাহী শিশু একাডেমীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু সাকলাইন মোস্তফা সাজিদ পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারিনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। তার পিতা উপজেলার সাভার গ্রামের বাসিন্দা ইউপি সদস্য আবুল কালাম আজাদ(বাবুল) ও মাতা আসফিয়া সুলতানা গৃহিনী। সাজিদ ২০১৮ ও ২০১৯ সালে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও জাতীয় পর্যায়ে ২য় স্থান অধিকার করেছিল। শিশু সাজিদ সবার কাছে দোয়া প্রার্থী

Categories
রাজনীতি

ভিন্নমত পোষণ করলেই নিস্তব্ধ করে দেয়া হচ্ছে: ফখরুল

বাংলাদেশ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আজ কেউ ভিন্নমত পোষণ করলেই তাকে স্তব্ধ করে দেয়া হচ্ছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী জাতীয় অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান এর স্মরণ সভা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, তালুকদার মনিরুজ্জামান সাহেবরা সব সময় আসেন না। পৃথিবীতে খুব ক্ষণজন্মা পুরুষ তারা। তাকে নিয়ে অনেক কথা অনেক স্মৃতি আছে। সেদিকে না গিয়ে এটুকু বলতে চাই, তালুকদার মনিরুজ্জামান সাহেবের চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আজকে যে রাষ্ট্র আমরা সবাই মিলে তৈরি করেছি এটাতো একটা ভয়াবহ রূপ নিয়েছে। এ বিষয়টি তালুকদার মনিরুজ্জামান সাহেবের নিশ্চয় একটা দুঃখের কারণ ছিল। এরপরে যে তিনি খুব একটা জনসম্মুখে আসতেন না, জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তার অন্যতম কারণ ছিল এটা।
তিনি বলেন, আজকে আমরা যে রাষ্ট্র তৈরি করেছি সেখানে মানুষের কোন অধিকার নেই। সাধারণ মানুষ তারা একেবারে সাধারণ হয়ে গেছে। যে চিন্তা নিয়ে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সেই চিন্তা, চেতনা, ধারণাগুলো এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আজকে যারা শাসকগোষ্ঠী তারা খুব সচেতনভাবেই দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে। খুব দুঃখ হয় যখন দেখি দেশের যারা গুণী মানুষ আছেন তাদের কথা বলার কারণে কারাগারে পাঠানো হয়। যদিও তারা কোন রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত থাকেন না। তার এমন একটি উদাহরণ ব্যারিস্টার মইনুল হোসেন। তাকে শুধু ভিন্নমত পোষণ করার কারণে কারাগারে নিয়ে নিদারুণভাবে নির্যাতন করা হয়েছে। যারা লিখেন, কথা বলেন এবং শুভ চিন্তার কাজ করতে চান আজকে তাদেরকেও পর্যদুস্ত করা হচ্ছে। দেশে আজ যারা ভিন্নমত পোষণ করতে চায়, ভিন্ন কথা বলতে চায় তাদেরকে বিভিন্নভাবে নিশ্চিহ্ন করা হচ্ছে, ছিন্ন করা হচ্ছে, নিস্তব্ধ করে ফেলা হচ্ছে। যাই হোক এর মধ্যেই আমাদের উঠে দাঁড়াতে হবে। এরমধ্যেই আমাদের কথা বলতে হবে।
অনুষ্ঠানে ঢাবির সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. আসিফ নজরুল প্রমুখ বক্তব্য রাখেন। ফখরুল

Categories
আন্তর্জাতিক

ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রকে ১০ বার ধ্বংস করা হবে: খামেনি

বাংলাদেশ ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির ওপর মার্কিন হামলা হলে যুক্তরাষ্ট্রকে দশ বারের বেশি ধ্বংস করা হবে।
জুমার নামাজের খুতবায় তিনি এ হুশিয়ারি দেন। এদিকে, ইরাক থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে দেশটির সশস্ত্র স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট (হাশদ আশ-শাবি)। ইউনিটের রাজনৈতিক শাখার সদস্য মাহমুদ আর রুবাই হুশিয়ার করে বলেন, ইরাক থেকে অবিলম্বে মার্কিন সেনাদের না সরালে তাদের ওপর হামলা করা হবে।
৮ জানুয়ারি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ১১ মার্কিন সেনা মস্তিষ্কের সমস্যায় ভুগছেন বলে জানা গেছে। জার্মানিতে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছিল ওই হামলায় কোনো মার্কিন সেনা আহত হয়নি। খবর বিবিসি, রাশিয়া টুডে, নিউইয়র্ক পোস্ট, এএফপি, সিএনএন, আলজাজিরা ও রয়টার্সের।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ৮ বছর পর শুক্রবার জুমার নামাজ পড়িয়েছেন। দখলদার ইসরাইলকে ক্যান্সারের টিউমার বলে আখ্যা দিয়ে তিনি বলেন, দেশটির বিরোধিতাকারীদের সহায়তা দেয়া হবে। এছাড়া ইরানের পরমাণু কর্মসূচির ওপর যে কোনো মার্কিন হামলার বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে দশ বারের বেশি ধ্বংস করা হবে।
খুতবায় খামেনি বলেন, ড্রোন হামলা চালিয়ে কাসেম সোলেমানিকে হত্যা মার্কিন প্রশাসনের জন্য লজ্জার। এটা তাদের সন্ত্রাসী চরিত্র। এর আগে এ হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। ৮ জানুয়ারি ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলার প্রশংসা করে খামেনি বলেন, উদ্ধত শক্তির মুখে থাপ্পড় দেয়ার শক্তি ইরানের রয়েছে। এতে বোঝা যাচ্ছে, আল্লাহ আমাদের সহায়।
জুমার নামাজ পড়তে আসা মুসল্লিদের হাতে সোলেমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদি আল মোহানদেসের ছবি শোভা পাচ্ছিল। এ সময় অনেকেই আমেরিকা ও ইসরাইলের পতাকায় আগুন দেন।
তেহরানের মোসাল্লা মসজিদে জুমার নামাজের ইমামতি করেন ৮০ বছর বয়সী খামেনি। তবে এর সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক রয়েছে কিনা, সে সম্পর্কে কোনো আভাস পাওয়া যায়নি। এর আগে ২০১২ সালে ইসলামী বিপ্লবের ৩৩তম বার্ষিকীতে জুমায় ইমামতি করেছিলেন তিনি। তখন আরব বসন্তের প্রভাবে পুরো মধ্যপ্রাচ্য উত্তাল ছিল।
দ্য ওয়াশিংটন ইন্সটিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির মাহদি খালাজি বলেন, জুমার নামাজের খামেনির ইমামতি এক ধরনের প্রতীকী তাৎপর্য বহন করে। ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষ যখন কোনো গুরুত্বপূর্ণ বার্তা দিতে চান তখনই এ সময়টা বরাদ্দ রাখা হয়। তিনি বলেন, জুমার ইমামতি সাধারণত খুতবা দেয়ার ভালো দক্ষতাসম্পন্ন ধর্মীয় নেতাদের দায়িত্ব।
১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা হন তিনি। ইরানে তার কথার ওপরে কারও কোনো কথা বলার সুযোগ নেই। তিনিই দেশটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। সোলেমানির জানাজায় তাকে কাঁদতে দেখা গিয়েছিল। খামেনির পরপরই ইরানের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি মনে করা হতো জেনারেল কাসেম সোলেমানিকে। তিনি ছিলেন খামেনির বিশ্বস্ত সঙ্গী। মার্কিন হামলায় সোলেমানি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে খামেনি বলেছিলেন, সোলেমানির হত্যাকারী ইরানের শত্রুদের জন্য কঠিন প্রতিশোধ অপেক্ষা করছে।
যুক্তরাষ্ট্র সেনা না সরালে হামলা করা হবে : বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে পপুলার মোবিলাইজেশন ইউনিটের রাজনৈতিক শাখার সদস্য রুবাই বলেন, ইরাক থেকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক বাহিনী সরিয়ে না নিলে তাদের ভয়াবহ পরাজয়ের মুখে পড়তে হবে। তিনি বলেন, মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে ইরাকের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস হওয়ার পরও আমেরিকা যদি তাতে সহযোগিতা না করে তাহলে হাশদ আশ-শাবি মার্কিন সেনাদের ওপর হামলা চালাবে।
রুবাই আরও বলেন, আমার মনে হয় মার্কিন সেনারা প্রতিরোধ আন্দোলনের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। কারণ এ ব্যাপারে তাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। ২০১১ সালের চেয়ে ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো এখন অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী। তারা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রস্তুত। ইরাকের প্রভাবশালী শিয়া আলেম মুক্তাদা আল সদর মার্কিন সেনা বহিষ্কারের দাবিতে মিলিয়ন-ম্যান মার্চ করার ঘোষণা দেয়ার ২ দিন পর হাশদ আশ-শাবির পক্ষ থেকে রুবাই এসব কথা বলেন।
৩ জানুয়ারি মার্কিন সেনারা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করে। এরপর ৫ জানুয়ারি ইরাকের সংসদ সে দেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করে। কিন্তু মার্কিন সরকার এ ব্যাপারে অনীহা প্রকাশ করে আসছে। এ নিয়ে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
আহত মার্কিন সেনারা মস্তিষ্কের সমস্যায় ভুগছেন : ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মস্তিষ্কের সমস্যায় ভুগছেন যুক্তরাষ্ট্রের ১১ সেনা। যদিও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছিল যুক্তরাষ্ট্র। তবে এবার সুর পাল্টেছে পেন্টাগন। মার্কিন সেনাবাহিনী জানায়, গত সপ্তাহে চালানো ইরানের হামলায় ১১ মার্কিন সেনা অসুস্থ হয়ে পড়েছেন।
ইরাকে সন্ত্রাসী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইরত মার্কিন জোটের কর্মকর্তারা এক বিবৃতিতে বলেন, হামলার পর সেনাদের মস্তিষ্কে সমস্যা (কনকাশন সম্পর্কিত লক্ষণ) দেখা দিয়েছে। তাদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে হামলায় কোনো মার্কিন সেনা নিহত হয়নি। সেনাদের জার্মানিতে চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পর তারা আবার ইরাকের মার্কিন ঘাঁটিতে ফিরে যাবেন।
বিবৃতিতে আরও বলা হয়, হামলার পর ট্রমায় আক্রান্ত মার্কিন সেনাকে ইরাকের আল-আসাদ বিমানঘাঁটি থেকে জার্মানিতে অবস্থিত ল্যান্ডথুহল রিজিওয়ানাল মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে।
এক মার্কিন সামরিক কর্মকর্তা জানান, ইরানের হামলার কয়েক দিন পরে সেনাদের মধ্যে উপসর্গ দেখা দেয়। সতর্কতার অংশ হিসেবে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
ইরানের হাতে অনেক বেশি ইউরেনিয়াম : ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তি সই করার আগে যতটা ইউরেনিয়াম সমৃদ্ধ করত ইরান, বর্তমানে তার চেয়েও বেশি করা হচ্ছে বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। বৃহস্পতিবার এক ভাষণে এমন তথ্য জানিয়ে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, চুক্তিতে পৌঁছানোর আগে যতটা ইউরেনিয়াম সমৃদ্ধ করতাম, বর্তমানে তার চেয়েও বেশি করা হচ্ছে। এ বিষয়ে ইরানের বিরুদ্ধে চাপ বাড়লেও নিজেদের এগিয়ে যাওয়ার পথ অব্যাহত রাখার কথা ঘোষণা করেছেন রুহানি।
তিনি বলেন, গত বছর এ চুক্তি থেকে একতরফাভাবে সরে যাওয়ার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এরপর থেকে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি থেকে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়, ২০১৫ সালের পরমাণু চুক্তিতে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তার কোনোটিই আর মানা হবে না। ইরানের মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

Categories
সারাবাংলা

যশোরে বিদ্যুতের খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, ৩ নারী নিহত

বাংলাদেশ প্রতিবেদক: যশোর শহরের বিমান অফিস মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ২ জন। শুক্রবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তিথি (২৩), তনিমা (২৬) ও তানজিলা (৩০)। আহতদের নাম জানা যায়নি। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাজুল মল্লিক শনিবার সকালে গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর আহতাবস্থায় ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পর গুরুতর আহত তিন জনের মৃত্যু হয়। এছাড়া আহত দু’জনের চিকিৎসা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Categories
সারাবাংলা

মোবাইল ফোনে প্রেম, অতঃপর…

সদরুল আইন: মোবাইল ফোনে প্রেম অতঃপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। থানায় মামলা না নেয়ায় বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষকের বিরুদ্ধে মামলা করেছেন ওই তরুণী।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান মামলাটি গ্রহণ করে বরগুনা থানার ওসিকে এজাহার প্রদানের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামি বরগুনা সদর উপজেলার চরকগাছিয়া গ্রামের মৃত মজিদ ফকিরের ছেলে মো. ইসমাইল।

জানা গেছে, ওই তরুণীর সঙ্গে মোবাইল ফোনে সম্পর্ক গড়ে ওঠে ইসমাইলের। ইসমাইল তাকে বিয়ের প্রস্তাব দেয়। রাজি হয় ওই তরুণী। কিছুদিন আগে ইসমাইল তার এক বন্ধুর বাসায় ওই তরুণীকে নিয়ে যায়।

ইসমাইলের বন্ধু কৌশলে বাসা থেকে বের হয়ে গেলে তরুণীকে ধর্ষণ করে ইসমাইল। ইসমাইল তাকে আশ্বস্ত করে, কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হবে।
তাই এই ঘটনা চেপে যেতে হবে।

তরুণীও ধর্ষণের ঘটনা গোপন রাখে। ইসমাইলকে বিয়ের জন্য চাপ দিয়ে ব্যর্থ হয়ে মামলার হুমকি দেয়।

২৭ ডিসেম্বর ইসমাইল ওই তরুণীকে ফোনে জানায়, রাতে তোমার সঙ্গে বিয়ের কথা চূড়ান্ত করতে আসব। ইসমাইল রাত ৯টায় তরুণীকে ফোন করে তার বাবার বসত ঘরের বাইরে নামতে বলে। ইসমাইল পেছনের বাগানে নিয়ে আবারও ওই তরুণীকে ধর্ষণ করে।

ওই তরুণী বলেন, বরগুনা থানায় আমার মাকে নিয়ে মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। বরগুনা জেলা লিগ্যাল এইডের কাছে গেলে তারা ইসমাইলের সঙ্গে আপসের চেষ্টা করে। কিন্তু ফল হয়নি।

বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন গণমাধ্যমকে বলেন, এ ব্যাপারে কেউ মামলা করতে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

Categories
সারাবাংলা

ফতুল্লায় প্রকাশ্যে বিদ্যুৎ মিস্ত্রিকে গলা কেটে হত্যা

বাংলাদেশ প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে আব্দুর রহিম নামে এক বিদ্যুৎ মিস্ত্রিকে গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে মাসদাইর গুদারাঘাট এলাকায় একটি ফোন ফ্যাক্সের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম (৩৫) ওই এলাকার ইলিয়াস সরদারের বাড়ির ভাড়াটিয়া ঈমান আলীর ছেলে।

এলাকাবাসী জানান, নিহত আব্দুর রহিম পেশায় বিদ্যুৎমিস্ত্রি হলেও মাদকাসক্ত ছিলেন। নষ্ট ফারুক নামে পরিচিত ফোন ফ্যাক্সের দোকান মালিকের শ্যালক আসিফও মাদকাসক্ত। মাদকের দেনা পাওনা নিয়ে আসিফ তার দুলা ভাই নষ্ট ফারুকের দোকানে আব্দুর রহিমকে পেয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আব্দুর রহিমের গলায় ছুরিকাঘাত করেন আসিফ।

এ সময় দোকানের ভেতর রহিম লুটিয়ে পড়লে তাকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেন আসিফ। এরপর ঈমান আলী খবর পেয়ে আশপাশের লোকজন নিয়ে তার ছেলে রহিমকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যান।

সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফারুক ও তার শ্যালক আসিফের বক্তব্য পাওয়া যায়নি।

তবে নিহত রহিমের বাবা ঈমান আলী বলেন, গুদারাঘাট এলাকায় ফারুকের ফোন ফ্যাক্সের দোকানের সামনে রহিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন আমাকে খবর দেয়। এরপর এসে স্থানীয় লোকজনদের সহযোগিতায় রহিমকে উদ্ধার করে খানপুর হাসপাতাল নিয়ে আসি। কে বা কারা রহিমকে হত্যা করেছে এ বিষয়ে এখনো কিছুই জানতে পারিনি।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই খালেক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

Categories
ইসলামিক

প্রচণ্ড শীত উপেক্ষা করে আজহারীর বয়ান শুনল ফরিদপুরের লাখো মানুষ

বাংলাদেশ প্রতিবেদক: প্রচণ্ড শীত উপেক্ষা করে বর্তমান সময়ের আলোচিত বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও ইসলামি গবেষক ড. মিজানুর রহমান আজহারীর বয়ান শুনল ফরিদপুরের লাখো মানুষ।

ফরিদপুরের ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান শ্যামসুন্দরপুর জামিয়া আরাবিয়া ফরিদিয়া, ফরিদাবাদ কওমি মাদরাসা ও এতিমখানার ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান করেন তিনি।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় মঞ্চে ওঠেন আজহারী। ৯টা ৫ মিনিট থেকে রাত ১০টা ৫৫ মিনিট পর্যন্ত প্রায় দুই ঘণ্টা বয়ান করেন ড. মিজানুর রহমান আজহারী। হযরত মুহাম্মদ (সা.) ও সাহাবি হযরত ওমর ফারুকের জীবনীসহ বিভিন্ন বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আজহারী। মুগ্ধ হয়ে তার বয়ান শোনেন লাখো মানুষ।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টারে শ্যামসুন্দরপুরে পৌঁছান ড.মিজানুর রহমান আল আজহারী।

জুমার নামাজের পর দুপুর ২টা থেকেই শ্যামসুন্দরপুর জামিয়া আরাবিয়া ফরিদিয়া, ফরিদাবাদ কওমি মাদরাসা ও এতিমখানা মাঠে আজহারীকে দেখতে এবং তার কথা শুনতে বিভিন্ন বয়সের মানুষ আসতে শুরু করে। বিকেল থেকেই সেখানে মানুষের ঢল নামে।

ড. আজহারী আসার আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মাহফিলস্থল। রাতে মাহফিলস্থল ও আশপাশের এলাকা মহাজনসমুদ্রে পরিণত হয়। অনেককে দাঁড়িয়ে বয়ান শুনতে দেখা যায়।

শ্যামসুন্দরপুর জামিয়া আরাবিয়া ফরিদিয়া, ফরিদাবাদ কওমি মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ মো. ফরিদ শেখ বলেন, লাখো মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে আজহারীর বয়ান শেষ হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফরিদপুরসহ আশপাশের জেলার মানুষ বয়ান শুনতে এসেছেন।

ইসলামি সম্মেলন উপলক্ষে বিশাল এলাকা জুড়ে পুরুষ ও মহিলা প্যান্ডেল, ওজুখানা, টয়লেট, হেলিপোর্ট, বিদ্যুৎ, সিসি ক্যামেরা, লাইটিং, মাল্টিমিডিয়া প্রজেক্টর স্থাপন করা হয়।

সম্মেলনকে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন। আজহারীর বয়ান চলাকালীন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সাইফুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন।

ইসলামি মহাসম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র ও এতিমখানার সভাপতি শেখ মাহতাব আলী মেথু। সভাপতিত্ব করেন ফরিদপুরের প্রবীণ আলেমে আল্লামা জহুরুল হক।

ফরিদপুর পৌরসভার মেয়র ও এতিমখানার সভাপতি শেখ মাহতাব আলী মেথু জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ইসলামি সম্মেলন।

Categories
আন্তর্জাতিক

নামাজরত মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

বাংলাদেশ ডেস্ক: জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলের পুলিশ। আজ শুক্রবার ভোরে নামাজ আদায়ের সময় এ হামলা করা হয়।

তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদলু এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলকে প্রত্যাখান এবং তাদের প্রতি ক্ষোভ প্রকাশে আজ সকালে হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে আসেন। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মুসল্লিরা ‘আল্লাহু আকবর’ স্লোগান দিলে মসজিদের বাইরে অবস্থান নেওয়া ইসরায়েলি পুলিশের একটি বিশাল দল মসজিদে প্রবেশ করে। সেখানে উপস্থিত মুসল্লিদের মারধর করে পুলিশ। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন।

এ হামলা প্রসঙ্গে ইসরায়েলি পুলিশ জানায়, মন্দির মাউন্টে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকশ উপাসক বিক্ষোভ মিছিল করেছিলেন। এ সময় তারা জাতীয় স্লোগান দিয়ে আইন লঙ্ঘন করলে পুলিশ বাহিনী মন্দির মাউন্টে আদেশ লঙ্ঘনকারীদের ছত্রভঙ্গ করে।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করেছিল ইসরায়েল। এরপর ১৯৮০ সালে আন্তর্জাতিক সম্প্রদায়কে উপেক্ষা করে এটিকে স্ব-ঘোষিত ইহুদি রাষ্ট্রের ‘চিরন্তন ও অবিভক্ত’ রাজধানী হিসাবে ঘোষণা করে তারা।

আল-আকসা মসজিদ মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। তবে এই অঞ্চলটিকে ইহুদিদের পবিত্র স্থান ‘মন্দিরের উপত্যকা’ বলে দাবি করে আসছে ইসরায়েল।

Categories
সারাবাংলা

কারওয়ান বাজারে চলন্ত বাস থেকে ফেলে দেয়া হলো যাত্রীকে

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় চলন্ত বাস থেকে এক যাত্রীকে মারধর করে ফেলে দেওয়া হয়েছে। এতে তার দুই পা ওই বাসের পেছনের চাকায় পৃষ্ট হয়েছে। বাস চালক ও কন্ডাক্টরকে আটক করা হয়েছে।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে কারওয়ান বাজারের বিএসিসি ভবন এর সামনে ৮ নম্বর পরিবহনের একটি চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দেয়ার এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় বাস যাত্রী শরিফুল ইসলামকে (২৮) উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাস যাত্রী নেওয়াজ শরীফ জানান, বাসের দরজার সামনে ওই যাত্রীর সঙ্গে কন্ডাক্টরের তর্কাতর্কি হচ্ছিল। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি বাধার উপক্রম হয়। এরপরই ওই যাত্রীকে পড়ে যেতে দেখি। বাস থেকে পড়ে যাওয়ার পর ওই যাত্রীর দুই পা বাসের পেছনের চাকার নীচে চাপা পড়ে।

এ ঘটনায় বাসের যাত্রীরা জাতীয় সেবা নম্বর ৯৯৯ এ ফোন করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে।

আহত বাসযাত্রী শরিফুল জানান, শ্যামলী থেকে তিনি ওই বাসে ওঠেন। বাসটি কারওয়ান বাজার পৌঁছালে তিনি সেখানে নামতে চান। তবে বাসটি কিছুতেই গতি কমাচ্ছিল না। পরে দরজার সামনে তর্কাতর্কি হয় কন্ডাক্টরের সঙ্গে। একপর্যায়ে কন্ডাক্টর তাকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয় বলে অভিযোগ করেন তিনি।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মুনশি জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করা হয়েছে। চালক পারভেজ ও অভিযুক্ত কন্ডাক্টর আরিফকে (২১) আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আহত যাত্রীকে ঢাকা মেডিকেলে নিয়ে তার পায়ে এক্স-রে করা হয়েছে। পা কাটা পড়বে না বলে আশা প্রকাশ করেন তিনি।

Categories
শিক্ষা

সরকারি হচ্ছে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নামের ২৮ শিক্ষা প্রতিষ্ঠান

সদরুল আইন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত ২৮ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হচ্ছে। এ সংক্রান্ত নথি অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষা মন্ত্রণালয়কে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, জাতির জনক ও তার পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ সংক্রান্ত কোনো নির্দেশনা তিনি হাতে পাননি।

তবে এ ধরনের সিদ্ধান্ত হয়ে থাকলে তা বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

১৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-২ মোহাম্মদ রফিকুল আলম স্বাক্ষরিত পত্রে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত নিম্নবর্ণিত ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণে প্রধানমন্ত্রী সানুগ্রহ অনুমোদন করেছেন।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে, গোপালগঞ্জ সদর উপজেলার শেখ রাসেল উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়, হবিগঞ্জের বাহুবল উপজেলার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, জামালপুরের মেলান্দহ উপজেলার শেখ রাসেল উচ্চ বিদ্যালয়, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শেখ রাসেল উচ্চ বিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বিদ্যালয়, ঢাকার মিরপুরের শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, ফরিদপুর বোয়ালমারীর বঙ্গবন্ধু কলেজ খরসূতী।

রাজবাড়ীর পাংশার জাতির জনক বঙ্গবন্ধু কলেজ, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর বালীকান্দি শেখ ফজিলাতুন্নেছা মুজিব কলেজ, রাজৈর উপজেলার শেখ রাসেল মহাবিদ্যালয়, কুমিল্লার নাঙ্গলকোটের রামের বাপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেকনিক্যাল অ্যান্ড কমার্স কলেজ, নাটোরের সিংড়ার বঙ্গবন্ধু কমার্স অ্যান্ড টেকনিক্যাল কলেজ, গুরুদাসপুর উপজেলার বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, বাগেরহাটের মোংলা পোর্টের বঙ্গবন্ধু মহিলা কলেজ, ঝিনাইদহ কালীগঞ্জের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল মহাবিদ্যালয়, হরিণাকুণ্ডু উপজেলার বঙ্গবন্ধু বিজ্ঞান ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ, ঝিনাইদহের মহেশপুরের শেখ হাসিনা পদ্মপুকুর ডিগ্রি কলেজ, মাগুরার শ্রীপুরের বঙ্গবন্ধু কলেজ, বরিশালের মেহেন্দিগঞ্জের দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়, ময়মনসিংহের গফারগাঁওয়ের দি ফাদার অব দি ন্যাশন শেখ মুজিব মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, জামালপুরের মেলান্দহের বঙ্গবন্ধু কলেজ, নীলফামারী ডিমলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়, নীলফামারীর জলঢাকার শিমুলবাড়ী বঙ্গবন্ধু ডিগ্রি মহাবিদ্যালয়, দিনাজপুরের ফুলবাড়ীর বঙ্গবন্ধু কলেজ, পঞ্চগড় সদর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদরাসা এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসা।

Categories
জাতীয়

ফের বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা!

সদরুল আইন: সরকারি চাকরিজীবীদের জীবনমান আরও উন্নত করতে আবারও তাদের বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার।

শুক্রবার রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে এ কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং বিসিকের যৌথ আয়োজনে ‘বিসিকের কর্মকাণ্ড গতিশীল করার লক্ষে বিসিকের প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা’ শীর্ষক ২ দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

অনুষ্ঠানে দেশের কল্যাণে প্রতিটি মুহূর্ত পরিশ্রম করার আহ্বান জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনমান আরও উন্নয়নে তাদের বেতন ভাড়া বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রুপকল্প ২০২১ লক্ষ অর্জনে এবং ২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে মানব সম্পদ উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার।’

প্রতিমন্ত্রী বলেন, ক্ষুদ্র এবং কুটির শিল্পকে বাদ দিয়ে অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধি অর্জন সম্ভব না। আর সমানে চুতর্থ শিল্প বিপ্লব হবে।

তাই শিল্পায়ন, প্রবৃদ্ধি অর্জন, রুপকল্প ২০২১ অর্জন এবং শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে দেশে যে প্রচুর তরুণ রয়েছে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।

এজন্য তাদের অর্থায়ন করাসহ সব রকমের সহয়তা দেবার পাশাপাশি প্রশিক্ষণ জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

ব্যবসা বাণিজ্য বিকাশ এবং উদ্যোক্তাদের সুযোগ করে দিতে নতুন শিল্প নীতি করা হয়েছে এবং এ লক্ষে সব রকমের সহায়তা করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান মন্ত্রী।

বিসিকের কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘উদ্যোক্তা খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরিতে বিসিকের কর্মকর্তাদের সক্রিয় ভাবে পরিশ্রম করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।’

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুল হালিম বলেন, শিল্প মন্ত্রণালয়, বিসিকের প্রকল্প পরিচালক এবং শিল্পাঞ্চলের কর্মকর্তাসহ সব কর্মকর্তাদের নিষ্ঠা ও সদিচ্ছার সাথে দায়িত্ব পালন করতে হবে।

তাহলে কর্মকাণ্ডে গতি আসবে এবং প্রকল্পগুলো সময়মত বাস্তবায়ন হবে।

অনুষ্ঠানে বিসিকের চেয়ারম্যান মোশতাক হাসান জানান, বিসিককে নতুন করেও সাজাতে এবং গতিশীল করার লক্ষে বেশ কিছু পদক্ষেপ ও সংস্কারমূলক কাজ হাতে নেয়া হয়েছে।

চামড়া শিল্প নিয়ে যে বদনাম ছিলো তা এখন আর নেই উল্লেখ্য করে বিসিকের চেয়ারম্যান জানান, ৬ মাসের মধ্যে ঔষধ শিল্প পার্ক পুরোপুরি চালু করে ঔষধের কাঁচামাল উৎপাদন শুরু করা হবে।

একইসাথে ওয়ান স্টপ সার্ভিস চালু করাসহ শিল্প প্লট বরাদ্দ এবং সহজ শর্ত ও অল্প সুদে ঋণ প্রদানও করার বিষয়েও গুরুত্ব দিচ্ছে বিসিক।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- প্রিজম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আব্দুস ছালাম ও প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত।

এ কর্মশালায় বিসিকের প্রায় ২৩০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করছেন।

আগামীকাল এ উদ্বুদ্ধকরণ কর্মশালা শেষ হবে।