বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে প্রশ্নপত্র ফাঁস চক্রের চার সদস্যকে আটক

জয়পুরহাটে প্রশ্নপত্র ফাঁস চক্রের চার সদস্যকে আটক

শফিকুল ইসলাম: জয়পুরহাটের পৌর শহরের বৈরাগী মোড় এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের চার সদস্যকে আটক করে র‌্যাব,পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক এ রায় প্রদান করেন । আটক চার জন হলেন- জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর এলকার বিলাস দাসের ছেলে ধ্রুব দাস (১৭) একই এলাকার সাইফুল ইসলামের ছেলে আরমান অভি (১৭),রতন খন্দকারের ছেলে অর্ণব খন্দকার (১৬), বিকাশ দাশের ছেলে দ্বীপ দাস (১৬)। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক সহকারি পুলিশ সুপার আজমল হোসেন জানান, ওই চার জন প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য তারা এবারের এসএসসি পরিক্ষার্থীদের মোবাইল ফোনে প্রশ্নপত্র দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে পরিক্ষার্থীদের কাছে বিকাশে টাকা হাতিয়ে নেয় এই চক্র। এমন সংবাদের ভিত্তিতে শহরের বৈরাগী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments