বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাদুর্নীতিমুক্ত সমাজ উন্নত জাতি গঠনের পূর্বশর্ত: দুদক সচিব

দুর্নীতিমুক্ত সমাজ উন্নত জাতি গঠনের পূর্বশর্ত: দুদক সচিব

জয়নাল আবেদীন: দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেছেন,দুর্নীতিমুক্ত সমাজ উন্নত জাতি গঠনের পূর্বশর্ত। নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে ঘড়ে তোলা এবং অল্প বয়স থেকেই দুর্নীতি বিরোধী নৈতিকতায় উদ্ধুদ্ধ করা ও সৎ মানুষ তৈরির জন্য শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ ও সততা স্টোর কার্যক্রম চালু করা হচ্ছে। সৎ ভাবে চলার অনুশীলন ও বিবেক নৈতিকতা জাগ্রত করাই এর লক্ষ্য। তিনি আজ দুপুরে রংপুরের সিদ্দিক মেমোরিয়াল স্কুলে সততা ষ্টোরের উদ্বোধন এবং সততা সংঘের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফেরদৌস আলম মুকুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দুদকের মহা পরিচালক (প্রতিরোধ) সরোয়ার মাহমুদ,জেলা প্রশাসক এনামুল হাবীব,বিভাগীয় পরিচালক মনিরুজ্জামান খান ও দুদক রংপুর সমন্বিত কার্য্যলয়ের উপপরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লাহ। পরে দুদক সচিব প্রতিষ্ঠানে বৃক্ষের চারা রোপন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments