শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলানীলফামারীতে ওরস শরীফ থেকে ফেরার পথে বাস উল্টে ৪৮জন আহত

নীলফামারীতে ওরস শরীফ থেকে ফেরার পথে বাস উল্টে ৪৮জন আহত

মহিনুল ইসলাম সুজন: ওরস শরীফ থেকে ফেরার পথে যাত্রীবহী বাস উল্টে ৪৮জন আহত হয়েছেন। রবিবার (২৮ এপ্রিল)বিকেলে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার রংপুর সড়কের রনচন্ডির ধরেয়ার বাজার সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশংঙ্কাজনক। আহতদের অনেকে জানান, ওরসে অংশ নিতে আসে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী হতে নীলফামারী জেলা ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামে অবস্থিত চিশতিয়া নক্সাবন্দী আলিয়া দরবার শরীফের দুইদিন ব্যাপী বার্ষিক ওরস শেষে আখেড়ি মোনাজাত শেষ হয় রবিবার(২৮শে এপ্রিল) দুপুরে ।ওরস শেষে তারা রির্জাভ করা বাস (কুড়িগ্রাম জ- ০৫- ০০১৭) যোগে ফিরে যাওয়ার পথে নীলফামারী কিশোরীগঞ্জ উপজেলার রংপুর সড়কের রনচন্ডির ধরেয়ার বাজার সংলগ্ন এলাকায় বাসের সামনের একটি চাকা বাস্ট হলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলায় বাসটি সড়কের ধারে একটি বড় খাদে উল্টে পড়ায় বাসে থাকা ৪৮জন যাত্রী আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান,বাসের দূর্ঘটনা দেখতে পেয়ে কিশোরীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিয়ে স্থানীয়রা ভেতরে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। এর মাঝে ফায়ার সার্ভিস এসে যাওয়ায় আহত ৪৮ জনকে উদ্ধার করে আহতদের স্থানীয় সরকারি হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কিশোরীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রেদোয়ানুল জামান বলেন, আহতদের মধ্যে ৯জনের অবস্থা আশংঙ্কা জনক। কিশোরীগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments