মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাবিদ্যুতের ভেল্কি খেলায় অতিষ্ট কেন্দুয়াবাসী

বিদ্যুতের ভেল্কি খেলায় অতিষ্ট কেন্দুয়াবাসী

হুমায়ুন কবির: নেত্রকোণার কেন্দুয়ায় পল্লী বিদ্যুতের ভেল্কি খেলায় অতিষ্ঠ উপজেলার প্রায় ৫৫হাজার গ্রাহক। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ১০ বারের অধিক বিদ্যুৎ আসা যাওয়া করায় রোজাধার ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ দূভোর্গের শিকার হচ্ছেন।
তাছাড়া ব্যহত হচ্ছে বিদ্যুৎ নির্ভর সকল কাজ। গ্রাহকরা জানান প্রতিদিন যেভাবে বিদ্যুৎ যাওয়া আসা করে এতে মিটারের বিদ্যুৎ বিল বেশি উঠে এবং বিদ্যুৎ চালিত সরঞ্জামাদির ব্যাপক ক্ষতি হয়।

গ্রাহকরা বারবার পল্লী বিদ্যুৎ অফিসকে জানালেও বিদ্যুতের ভেল্কি খেলার অবসান হচ্ছে না।
এ ব্যাপারে কেন্দুয়া পল্লী বিদ্যুতের এজিএম মতিয়র রহমান (বোধবার ২২মে) সাংবাদিকদের বলেন, ৬টি ফিডার চেক করা হয়েছে এতে কোন সমস্যা পাওয়া যায়নি তবে এসিআর মাঝে মাঝে ফেল করায় এ সমস্যা হচ্ছে। দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments