শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাজাল সনদে ডিগ্রি কলেজের বিভাগীয় প্রধান হিসেবে চাকুরী করছেন আ.লীগ নেতার স্ত্রী!

জাল সনদে ডিগ্রি কলেজের বিভাগীয় প্রধান হিসেবে চাকুরী করছেন আ.লীগ নেতার স্ত্রী!

কামাল সিদ্দিকী: পাবনার ভাঙ্গুড়া উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি হাজি জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নাজনীন নাহারের নিবন্ধন সনদ জাল সনাক্ত হয়েছে। যার প্রেক্ষিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জাল সনদধারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়োর নির্দেশ দিয়েছেন। কিন্তু নাজনীনের স্বামী আ.লীগ নেতা হওয়ায় মামলা করতে আনীহা প্রাকাশ করছে কলেজ কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট বিষয়ে জানা যায়, নাজনীন নাহার ওই কলেজে প্রভাষক পদে আবেদন করে চূড়ান্ত নিয়োগ পরীক্ষায় অংশ নেন ২০১০ সালে। নিয়োগ বোর্ডেই তার নিবন্ধন সনদ জাল সন্দেহ করা হয়। বিষয়টি নাজনীন তার স্বামী ভাঙ্গুড়া উপজেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল হাই বাচ্চুকে জানালে তিনি কলেজ পরিচালনা পর্ষদ ও নিয়োগ বোর্ডকে ম্যানেজ করে নাজনীনের পরীক্ষায় অংশ নেয়ার ব্যবস্থা করেন। নিবন্ধন সনদ জাল সন্দেহ স্বত্বেও পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে তাকেই নিয়োগ দেয়া হয়। এই নিয়ে সেই সময়েই কলেজে শিক্ষকদের ভেতরে অসন্তোষের সৃষ্টি হয়। নিয়োগের পরে এমপিওভুক্তির সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) শাখায় নিবন্ধন সনদ জাল ধরা পড়ে। তখন বিপুল অংকের টাকা খরচ করে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা ও কর্মচারীদের ম্যানেজ করা হয়। এরপর একাধিকবার ওই কলেজে সরকারি অডিট (নিরীক্ষা) হলেও ঘুষ দিয়ে ধরাছোঁয়ার বাইরে থাকেন তিনি। এভাবে ৯ বছর ধরে ওই শিক্ষক চাকরি করে হাতিয়ে নিয়েছেন সরকারের প্রায় ২৩ লক্ষাধিক টাকা। অফিস সূত্রে জানা যায়, ২০১৬ সালে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই কলেজ জাতীয়করণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়। ফলে সরকারিভাবে শিক্ষকদের সকল সনদসহ কলেজের সব নথি যাচাই-বাছাইয়ের প্রয়োজনিয়তা দেখা দেয়। গত বছর ১২ আগষ্ট সরকারী করণের সরকারী আদেশ জারি হয় এই কলেজের প্রতি। যার কারনে এনটিআরসিএ প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিবন্ধন সনদ যাচাইয়ের জন্য তলব করে কলেজ কর্তৃপক্ষকে। বাধ্য হয়ে কলেজ কর্তৃপক্ষ নিয়োগপ্রাপ্ত সতেরজন শিক্ষকের নিবন্ধন সনদ এনটিআরসিএ্#৩৯;র কাছে পাঠায়। চলতি মাসের ৫ সেপ্টেম্বর এনটিআরসিএ’তে পাঠনো নিবন্ধন সনদের ম্যধ্যে নাজনীন নাহারের সনদ জাল সনাক্ত করে কলেজের কাছে প্রতিবেদন পাঠায়। সেখানে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া থাকে নাজনীন নাহারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের। কিন্তু কলেজের অধ্যক্ষ সনদটির আরও যাচাইয়ের জন্য গত সপ্তাহে রাজধানীর বিভিন্ন অফিসে খোঁজ করলে সেটি আবার জাল প্রমানিত হয়। এনটিআরসিএ’র নির্দেশের তিন সপ্তাহ পার হলেও কলেজ কর্তৃপক্ষ এখনও কোন আইনগত ব্যবস্থা গ্রহন করেনি বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে নাজনীন নাহারের এক সহকর্মী বলেন, ‘নিয়োগ কালীন সময়েইে আমরা শুনেছিলাম এই শিক্ষকের নিবন্ধন সনদে ঝামেলা আছে। তবুও কলেজ কর্তৃপক্ষ ও নিয়োগ বোর্ড তাকেই নিয়োগ দেন। স্বামী আওয়ামী লীগ নেতা হওয়ায় সবাই তাকে ভয়ও পান। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ শহীদুজ্জামান বলেন, ‘এনটিআরসিএ কর্তৃক নাজনীন নাহারের নিবন্ধন সনদ জাল বিজ্ঞপ্তি প্রকাশের পরই তাঁকে নোটিশ করা হয়। কিন্তু ওই শিক্ষক আর পরবর্তীতে কলেজে না এসে নিজে থেকে অব্যাহতি দেন। তাই আপাতত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত কলেজ কর্তৃপক্ষের নেই।’

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের সভাপতি সৈয়দ আশরাফুজ্জামান বলেন, ‘তিনি জাল সনদে নয় বছর সরকারি বেতন নিয়েছেন। সরকারি টাকা ফেরত নিতে জাল নিবন্ধনধারীর বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে বিষয়টি ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নেই।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments