বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুরে এক মহিলাসহ ৪ মাদক ব্যবসায়ী ও দুই ডাকাত গ্রেফতার

রংপুরে এক মহিলাসহ ৪ মাদক ব্যবসায়ী ও দুই ডাকাত গ্রেফতার

জয়নাল আবেদীন: র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে এক মহিলাসহ ৪ মাদক ব্যবসায়ী ও দুই ডাকাতকে গ্রেফতার করেছে। এসময় উদ্ধার করা হয়েছে, ১ শ ৫৭ কেজি গাঁজা, ২শ ৪৫ বোতল ফেন্সিডিল দুটি ছোট ট্রাক, ১টি খেলনা রিভলবার ১টি চাপাতি, ১টি ছোরা ও ৩টি দা। বৃহস্পতিবার বিকেলে নগরীর আলমনগর এলাকায় পানি উন্নয় বোর্ডের র‌্যাব-১৩ কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে এই তথ্য জানান র‌্যাব-১৩ অধিনায়ক রেজা আহামেদ ফেরদৌস। সংবাদ সন্মেলনে তিনি বলেন, বুধবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার সানেরহাট এলাকায় অভিযান চালিয়ে একটি ছোট কাভার্ট ভ্যানে তল্লাশি চালিয়ে ৯৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী সুজন মিয়া ও আরিফ হোসেনকে। পরে তাদের দেওয়া তথ্যে রংপুরের কাউনিয়া উপজেলার চন্ডিপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী আবুল হোসেন ও তার স্ত্রী আলেয়া বেগম কে গ্রেফতার করে বাড়িতে রাখা একটি ট্রাক থেকে ৫৯ কেজি গাঁজা ও ২ শ ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। র‌্যাব-১৩ অধিনায়ক আরো জানান, কাভার্ট ভ্যান ও ট্রাকটিতে বিশেষ ব্যবস্থায় গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে । র‌্যাব-১৩ অপর একটি দল দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শরিফুল ইসলা ও ইকবাল হোসেনকে ডাকাতির প্রস্ততির সময় গ্রেফতার করে। এসময় তাদের কাজ থেকে ১টি খেলনা রিভলবার ১টি চাপাতি, ১টি ছোরা ও ৩টি দা উদ্ধার করে। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে রংপুর, গাইবান্ধা ও দিনাজপুর জেলায় বেশ কয়েকটি মামলা আছে বলে জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments