বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাসীমান্ত থেকে ৭ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সীমান্ত থেকে ৭ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বাংলাদেশ প্রতিবেদক: নওগাঁর পোরশা সীমান্ত থেকে সাত বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ মঙ্গলবার ভোরে ২৩১/১০(এস) নম্বর মেইন পিলার থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারিপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

আটককৃতরা হলেন- পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের জামাল উদ্দিনের ছেলে সইবুর (২৬), রাঙ্গাপুকুর গ্রামের রবুর ছেলে আতাবুল (২২), বিষ্ণপুর বেড়াচকি গ্রামের মকবুলের ছেলে রেজাউল (২০), কালাইবাড়ি গ্রামের প্রফুল্যের ছেলে বিফল (৩০), একই গ্রামের লোকমানের ছেলে আজাদ (৩২), রফিকের ছেলে জহুরুল (৩২) ও সবুরদ্দিনের ছেলে হাকিম (৩৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে ১০-১১ জনের একটি দল ভারতের অভ্যন্তরে মহিষ আনতে প্রবেশ করে। মহিষ নিয়ে ফেরার পথে ভোরে ২৩১/১০ (এস) নম্বর মেইন পিলার থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।

নিতপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আকালু পালিয়ে আসা মহবুল নামে এক ব্যক্তির বরাত দিয়ে বলেন, ১১ জন সোমবার রাত ২টার দিকে ভারতের অভ্যন্তরে মহিষ নিতে যায়। সেখানে সাতটি মহিষ নিয়ে ফেরার সময় ডোবার পানিতে নেমে মহিষ লাফালাফি করছিল।

এ সময় ডিউটিরত বিএসএফ সদস্যরা শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসে। সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করলেও তিনজন পালিয়ে আসতে সক্ষম হয়। এছাড়া আরও কয়েকজনের খোঁজ পাওয়া যায়নি।

১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনেছি বিএসএফ সদস্যরা কয়েকজনকে আটক করে নিয়ে গেছে। সত্যতা যাচাইয়ে বিএসএফ সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

যদি আটক করা হয় তা হলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments