শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারংপুরে প্রেসক্লাবের সামনে শিক্ষক ও চাকরি প্রত্যাশীদের মানববন্ধন ও সমাবেশ

রংপুরে প্রেসক্লাবের সামনে শিক্ষক ও চাকরি প্রত্যাশীদের মানববন্ধন ও সমাবেশ

জয়নাল আবেদীন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল রংপুর জেলা কমিটির উদ্যোগে শতাধিক প্যানেলভুক্ত শিক্ষক ও চাকরি প্রত্যাশীরা রংপুর নগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে ।সোমবার দুপুরে ঘন্টাব্যাপি মানবন্ধন ও সমাবেশ চলাকালে বক্তারা বলেন প্যানেলের মাধ্যমে শিক্ষক নিয়োগ হলে নিয়োগ বাণিজ্য ও কালক্ষেপন বন্ধ হবে । শুন্য পদের ভিত্তিতে যথাসময়ে উপযুক্ত শিক্ষক নিয়োগ দেয়া সহজ হবে । বক্তারা বলেন ২০১০,১২,১৩ সালে প্যানেল হয়েছে এবং ১৪সালেও প্যানেলের মাধ্যমে ৪৩ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে । প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০১৮ সালে প্রথম সারাদেশে প্রায় ২৪ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় । তাদের মধ্যে ৫৫হাজার ২শ ৯৫জন লিখিত পরীক্ষায় পাশ করেন । বক্তব্য প্রদান করেন কমিটির সভাপতি নাজমুল ইসলাম, সহ সভাপতি নজরুল ইসলাম, জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বারি, প্রচার সম্পাদক নুর ইসলাম, রবিউল ইসলাম, আদুরী খাতুন, এমএস এ মুন্নি, সুস্বাদ্য রায় প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments