বাংলাদেশ প্রতিবেদক: আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাইয়ূম সিকদারকে (৪৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় কৃষকলীগ নেতাসহ তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে কালিনগর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কাইয়ূম নড়াগাতির বিলাফর গ্রামের হাসু সিকদারের ছেলে। আহতরা হলেন- নড়াগাতি থানা কৃষকলীগের সভাপতি কলাবাড়িয়া গ্রামের আবুল হাসনাত মাল্যা (৪০) এবং একই গ্রামের আপন দুই ভাই মতিয়ার মল্লিক (৪২) ও সজীব মল্লিক (২৮)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতরাতে দুটি মোটরসাইকেল যোগে নড়াইলের কালিয়া উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে প্রতিপক্ষরা তাদের পথরোধ করে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর গুরুতর আহত কাইয়ূমকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার মৃত্যু হয়।
এ ব্যাপার নড়াইলের সহকারী পুলিশ সুপার (কালিয়া অঞ্চল) রিপন চদ্র সরকার বলন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত এবং আটকের অভিযান
অব্যাহত রয়েছে।