শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলানারায়ণগঞ্জে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১২৪

নারায়ণগঞ্জে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১২৪

বাংলাদেশ প্রতিবেদক: নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মারা গেছেন ১২৪ জন। মারা যাওয়া ওই নারী (৫৭) সোনারগাঁয়ের রামগঞ্জ এলাকার বাসিন্দা। অন্যদিকে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২২ জন। এতে করে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৭৪১ জন। তবে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৭১৯ জন।
রোববার (১৯ জুলাই) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রমতে, নতুন করে আক্রান্তের মধ্যে আড়াইহাজারে ৫, বন্দরে ৫, সিটি করপোরেশন এলাকায় ৩, সদরে ৭ ও সোনারগাঁওয়ে ২জন। এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৬৭, সদরে ২৩, সোনারগাঁওয়ে ১৭, রূপগঞ্জে ১০, বন্দরে ৩ ও আড়াইহাজারে ৪জন। আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ১ হাজার ৯৮৫ জন, সদরে ১ হাজার ৩৩৮ জন, রূপগঞ্জে ১ হাজার ১৩৬ জন, সোনারগাঁওয়ে ৫০২ জন, আড়াইহাজারে ৫৫০ ও বন্দরে ২৩০জন।
উল্লেখ্য নারায়ণগঞ্জে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় নারায়ণগঞ্জে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments