শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি কয়েক হাজার পরিবার

কলাপাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি কয়েক হাজার পরিবার

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অমাবশ্যার প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। উপজেলার পৌরশহরসহ বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঘর-বাড়ীতে পানি ঢুকে পড়ায় মানুষ ৫ থেকে ৬ ঘন্টা অপেক্ষাকৃত উচুঁস্থানে আশ্রয় নিয়েছে। ক্ষতির শিকার হয়েছে ওয়াপদা বেড়িবাঁধের বাহিরে বসবাসরত কয়েক হাজার পরিবার, মৎস্য ব্যবসায়ী সহ অন্যান্য ব্যবসায়ীরা। জানা গেছে, আমবশ্যার প্রভাবে বুধবার থেকে স্বাভাবিক জোয়ারের তুলনায় ৬ থেকে ৭ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার লালুয়া ও মহিপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ ঘড় বন্দি হয়ে পরেছে। অতিরিক্ত বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অচল হয়ে পরেছে গোটা উপজেলার মানুষ। লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া, নাওয়াপাড়া, পশরবুনিয়া, চান্দুপাড়া, চড় চান্দুপাড়া, ধঞ্জুপাড়া, কলাউপাড়া, মুন্সিপাড়া, নয়াকাটা, চৌধুরীপাড়া, চড়পাড়া, ছোনখোলা, ১১ নং হাওলা, ছোট ৫নং ও বড় ৫ নং গ্রামগুলো সম্পূর্ন পানির নিচে তলিয়ে রয়েছে। মহিপুর থানার মহিপুর ইউনিয়নের নজিবপুর, কমরপুর, সুধিরপুর, ইউছুফপুর, পুরান মহিপুর, নিজামপুর, মনোহরপুর, লতিফপুর, মোয়াজ্জেমপুর ও বিবিনপুর গ্রামগুলোও পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও পৌরশহরের মাছ বাজার, সবজি বাজারসহ উপজেলার ওয়াপদা বেড়িবাঁধের বাহিরে পানি ঢুকে পড়ায় মানবেতর জীবন কাটাচ্ছে অসহায় পরিবারগুলো। অনেক পরিবারের দুপুরের উনুন পর্যন্ত জ্বলেনি। ক্ষতিগ্রস্থ পরিবারের মানুষদের আশে পাশের বাড়ী-ঘরে আশ্রয় নিতে দেখা গেছে। জলবায়ু পরিবর্তনগত কারনে নদীতে স্বাভাবিক জোয়ারের তুলনায় অতিরিক্ত পানি ও দিনরাত ভারি বর্ষনের কারনে পানি বৃদ্ধি পাচ্ছে বলে এলাকার অভিজ্ঞমহল মনে করছেন। উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের পানি বন্দি হাসি বেগম জানায়, দিনরাত বৃষ্টি আর সেই সাথে নদীর পানি বেড়ে যাওয়ায় আমাগো ঘড় বাড়িতে পানি উঠে গেছে। নদীতে পানি বাড়লে আমাগো খাওয়া ঘুম হারাম

হইয়া যায়। এসময় আমাগো বিপদের কোন শেষ থাকে না। রান্না চুলাটা পানিতে তলিয়ে যাওয়ায় রান্না করতে পারছি না। সকাল হতে এখন পর্যন্ত বাচ্চদের নিয়ে না খেয়ে আছি। এছাড়া নদীর পানির সাথে বৃষ্টির পানি বৃদ্ধি পাওয়ায় গো-খাদ্যের সংকটও দেখা দিচ্ছে। ফলে অনেক স্থানে মানুষ গোয়াল ঘর থেকে গরু কিংবা ছাগল বের করতে না পেরে বিপাকে পড়েছে। এ ব্যাপারে স্থানীয় অভিজ্ঞ মহলের ধারনা, জলবায়ু পরিবর্তনগত কারনে আবহাওয়ায় পরিবর্তন হয়েছে। এতে নদীতে পানির স্তর আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে । এবিষয়ে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান বলেন, অতিরিক্ত বৃষ্টিপাত ও স্বাভাবিক জোয়ারের তুলনায় নদীর পানি অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় উপজেলার বেড়িবাধ সংলগ্ন পরিবারগুলো এ মূহুর্তে অত্যান্ত মানবেতর অবস্থায় রয়েছে। কৃষি জমি তলিয়ে যাওয়ায় কৃষকদের ক্ষতির সম্ভাবনাও রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে এসকল বিষয়ে আলোচনা করেছি। তারা উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছে বলে আমাদের জানিয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments