বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeশিক্ষাভেটেরিনারিয়ানদের কর্মদক্ষতা বৃদ্ধিতে বাকৃবিতে কর্মশালা

ভেটেরিনারিয়ানদের কর্মদক্ষতা বৃদ্ধিতে বাকৃবিতে কর্মশালা

রাফী উল্লাহ,বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারিয়ানদের ব্যবহারিক জীবনে দক্ষতা বৃদ্ধিতে ‘পাওয়ার পয়েন্ট: এ স্মার্ট টুল ফর এন্টারেক্টিভ প্রেজেন্টেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি গ্যালারীতে দিনব্যাপী ওই কর্মশালার আয়োজন করে নেটওয়ার্ক ফর দি ভেটেরিনারিয়ান্ধসঢ়;স অব বাংলাদেশ (বিডিভেটনেট)। কর্মশালায় পাওয়ার পয়েন্ট স্লাইড প্রস্তুতির প্রাথমিক জ্ঞান, সাধারণ নিয়মকানুন, থিসিসের ফলাফল উপস্থাপনা করার পদ্ধতি ও পোস্টার উপস্থাপন বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়াও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ‘জার্নাল ফর এডভান্স ভেটেরিনারি’ এর ৪জন সেরা রিভিউয়ারকে পুরষ্কৃত করা হয়। কর্মশালাটির উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিম আহমাদ। কর্মশালায় বিডিভেটনেটের সহ-সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ও বিডিভেটনেটের সাধারণ সম্পাদক ড. কে. এইচ. এম. নাজমুল হুসাইন নাজিরের সঞ্চালনায় প্রায় ১২০ জন শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বিডিভেটনেট সংগঠনটি ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে একাডেমিক পড়াশুনার বাইরে ভেটেরিনারিয়ানদের ব্যবহারিক জীবনে দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments