বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeশিক্ষানাসিমের মৃত্যু নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ায় বেরোবি শিক্ষিকা গ্রেপ্তার

নাসিমের মৃত্যু নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ায় বেরোবি শিক্ষিকা গ্রেপ্তার

জয়নাল আবেদীন: সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪দলীয় সম্ন্য়ক আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মুনিরার ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দেওয়ায় আইসিটি আইনে তাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত বারোটার দিকে অভিযুক্তকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আটক করে তাজহাট থানা পুলিশ।বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবুল কালাম আজাদের দায়েরকৃত (মামলা নং ৮) আইসিটি আইনে তাকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়। এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া বলেন, অভিযুক্ত প্রভাষকের বিরুদ্ধে আমি মামলার এজাহার রাত সাড়ে এগারোটার দিকে থানায় জমা দিয়েছি। কিন্তু পুলিশ তার মামলা গ্রহণ না করে বিশ্ববিদ্যালয়ের মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে। তুষারের দাবি, ওই প্রভাষকের নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে এর দায় তাদের উপরও বর্তায় । তাজহাট থানার দায়িত্বে থাকা পরিদর্শক রবিউল ইসলাম বলেছেন, ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়ার এজাহারটি মূ্ল এজাহারের সঙ্গে সম্পূরক হিসাবে রাখা হয়েছে। তিনি জানান, একটি ঘটনায় দুটি মামলা হয় না। উল্লেখ্য,শনিবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মারা যান। তাঁর মৃত্যু নিয়েই ওই প্রভাষক ওনার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ব্যাঙ্গাত্মক একটি স্ট্যাটাস দেন। তার এই স্ট্যাটাসে ক্ষোভে ফেটে পরেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। কিছুক্ষণের মধ্যেই বিষয়টি বুঝতে পেরে তা ডিলিট করেন তিনি। কিন্তু ততক্ষণে পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাত ১০টার কিছুক্ষণ পূর্বে বিষয়টি ভুল করেছেন স্বীকার করে ক্ষমা চেয়ে পরপর দুইটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই অভিযুক্ত প্রভাষক সিরাজুম মনিরা। এদিকে অভিযুক্তকে কারণ দর্শনের নোটিশ প্রদান করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে উক্ত শিক্ষিকাকে জবাব দিতে বলা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments