বাংলাদেশ প্রতিবেদক: দুই বাংলার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া চলতি বছরের ২১ মার্চ ঘরোয়া আয়োজনে বাগদান সারেন। হবু বর রনি রিয়াদ রশিদের সঙ্গে চলতি বছরের ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিনি। এরপরই অস্ট্রেলিয়া স্থায়ী হবেন ‘ধ্যাততেরিকী’র নায়িকা নুসরাত। এমনই তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া বলেন, ‘আমরা ডিসেম্বরের শেষের দিকে বিয়ে করব, আশা করি সেই সময়ের মধ্যে পরিস্থিতি আরো ভালো হয়ে উঠবে। তার পরে অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার পরিকল্পনা করছি।’
গত ৮ সেপ্টেম্বর নুসরাত ফারিয়ার জন্মদিন ছিল। প্রেমিকের সঙ্গে আংটিবদলের পর এটি ছিল তার প্রথম জন্মদিন। জন্মদিনে কেক কাটাকাটি পর্ব ছিল; পেয়েছেন উপহারও। ফারিয়া জানান, জন্মদিন তার হবু বর রনী তাকে নীল হীরার আংটি উপহার দিয়েছেন।
জানা গেছে, শিগগিরই রাজা চন্দের ‘ভয়’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে ভারতে যাবেন নুসরাত ফারিয়া।
সবশেষ চলতি বছরের ৬ মার্চ নুসরাত ফারিয়া অভিনীত ‘শাহেনশাহ’ সিনেমাটি মুক্তি পায়। ছবিতে শাকিব খানের বিপরীতে প্রথমবার অভিনয় করেন তিনি।