শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeআন্তর্জাতিকভারতে একদিনে আক্রান্ত প্রায় অর্ধলাখ, মৃত্যু ছাড়াল ৩০ হাজার

ভারতে একদিনে আক্রান্ত প্রায় অর্ধলাখ, মৃত্যু ছাড়াল ৩০ হাজার

বাংলাদেশ ডেস্ক: ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৩১০ জন মানুষ। দৈনিক আক্রান্তের হিসাবে যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

এ নিয়ে দেশটিতে কোভিড রোগীর সংখ্যা ১২ লাখ ৮৭ হাজারেরও বেশি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৪৯ হাজার ৩১০ জন মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট ১২ লাখ ৮৭ হাজার ৯৪৫ জন করোনার কবলে পড়েছে।

পাশাপাশি ৩০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে কোভিড- ১৯।

বৃহস্পতিবার সারা দিনে ৭৪০ জন করোনা রোগীর মৃত্যুর খবর মিলেছে। ভারতের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। প্রতিদিনই সেখানে নতুন করে আরও বহু মানুষ এই রোগের শিকার হচ্ছেন।

পশ্চিমবঙ্গেও পাল্লা দিয়ে সংক্রমণ ছড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে নতুন করে ২ হাজার ৪৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু কলকাতাতেই আক্রান্তের সংখ্যা ৭৯৫।

বৃহস্পতিবার সারাদিনে ৩৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে, এর মধ্যে কলকাতাতে মৃত্যু হয়েছে ১৯ জনের।

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেয়া সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, দৈনিক হারে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান মিলছে শহর কলকাতায়। তবে পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনাও। গত ২৪ ঘণ্টায় ওই জেলায় ৫৪৫ জন করোনা রোগীর সন্ধান মিলেছে। এদিকে হাওড়াতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩০৩ জন। ফলে রাজ্যের মানুষের মধ্যে উদ্বেগ ক্রমশই বাড়ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments