সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩
Homeআইন-আদালতস্ত্রীর মামলায় পুলিশের এএসআই কারাগারে

স্ত্রীর মামলায় পুলিশের এএসআই কারাগারে

ফেরদৌস সিহানুক শান্ত ঃ স্ত্রীর করা মামলায় মোঃ ওবাইদুর রহমান  নামে পুলিশের এক এ এস আই কে কারাগারে পাঠিয়েছেন  আদালত । যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে এ মামলা করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ১৬ নভেম্বর ২০০৭ সালে বাদির সাথে রাজশাহীর তানোর উপজেলার ভাগনা গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে মোঃ ওবাইদুর রহমানের সাথে বিবাহ হয় ।
গেল ২০২১ সালের জুন মাসে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে । এমন কি যৌতুক না দিতে চাওয়ায় পুত্র সন্তানকে নিজ হেফাজতে  রেখে স্ত্রী এবং মেয়েকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেন ।
রবিবার  ( ১৭  সেপ্টেম্বর ) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চাঁপাইনবাবগঞ্জ  বিচারক কুমার সিপন মোদক এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন বাদি পক্ষের আইনজীবী মোঃ জাকির হোসেন  । তিনি বলেন, ‘স্ত্রীর দায়ের করা মামলায় আপোষের শর্তে জামিন নেন মোঃ ওবাইদুর রহমান । কিন্তু আপোষ না করে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করে জামিনের শর্ত  ভঙ্গ করায়  আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments