শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeজাতীয়নার্সিং সবচেয়ে সম্মানজনক পেশার একটি: প্রধানমন্ত্রী

নার্সিং সবচেয়ে সম্মানজনক পেশার একটি: প্রধানমন্ত্রী

সদরুল আইন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাতটি নার্সিং ইন্সটিটিউটকে কলেজে উন্নীত করে সেখানে বিএসসি কোর্স চালু করা হয়েছে। আরো ১৫টি কলেজ প্রতিষ্ঠা করার পরিকল্পনা আমাদের রয়েছে।

সাতটি বিভাগীয় শহরে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। আজ বুধবার সকালে গাজীপুর শেখ ফজিলাতুন্নিসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের প্রথম সমাবর্তনে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগে শুধু ডিপ্লোমা নার্স ট্রেনিং দেওয়া হতো। আমরা নার্সের গ্র্যাজুয়েশনের ব্যবস্থা করে দেই, তারা পিএইচডি করবে। তারা প্রত্যেকে উচ্চশিক্ষিত হবে, নিজেদের গড়ে তুলবে।

একই সঙ্গে চাকরিতে তাদের যেটা ছিল নিচের দিকে, সেটাও আমরা আপডেট করে দেই। একজন অসুস্থ মানুষ, তার পাশে দাঁড়ানো, তার সেবা করা, তার কাছে থাকা, এরচেয়ে বড় সেবা আর কী হতে পারে। কিন্তু সেই জায়গাটা সবচেয়ে বেশি অবহেলিত ছিল।

শেখ হাসিনা বলেন, মর্যাদা বাড়ালে অনেকে এ পেশায় আসবে, সেজন্য আমরা তাদের মর্যাদা বাড়িয়ে দেই।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments