মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
Homeরাজনীতিনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ৫৬ এমপি'র গ্রাজুয়েশন ডিগ্রী নেই

নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ৫৬ এমপি’র গ্রাজুয়েশন ডিগ্রী নেই

সদরুল আইন: একাদশ জাতীয় সংসদ এবার নির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) মধ্যে ৫৬ জন আন্ডার গ্র্যাজুয়েট। নির্বাচনের আগে দেয়া প্রার্থীদের হলফনামা যাচাই করে এমন তথ্য জানিয়েছে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, কেমন এমপি পেলাম, এ সংক্রান্ত একটি রিপোর্ট তৈরির জন্যই হলফনামা যাচাই করে এ তথ্য পেয়েছে সুজন।

সুজনের প্রতিবেদনে বলা হয়েছে, এবার জাতীয় সংসদে ৫৬ জন এমপি আন্ডার গ্র্যাজুয়েট। এদের মধ্যে ১২ এমপির শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে।মহাজোটে তাদের সংখ্যা ১১ জন এবং জাতীয় ঐক্যফ্রন্টে ১জন। এ ছাড়া শুধু এসএসসি পাস করেছেন এমন এমপির সংখ্যা ৮। এইচএসসি পাস করেছেন এমন এমপির সংখ্যা ৩৬ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments