শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeরাজনীতিরংপুর-৩ উপনির্বাচনে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ বিএনপির প্রার্থী রিটা রহমানের

রংপুর-৩ উপনির্বাচনে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ বিএনপির প্রার্থী রিটা রহমানের

জয়নাল আবেদীন: রংপুর সদর আসনে উপনির্বাচনে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপির প্রার্থী রিটা রহমান বলেছেন রংপুরে এবারও ইভিএমএ ভোট গ্রহণ করা হবে। ইভিএমএ জালিয়াতির আশংকা থাকে। তিনি বলেন আমি বহিরাগত নই। আমার বাবা মশিউর রহমান যাদু মিয়া । আমার জন্ম রংপুরের আলমনগরে। আমার বাড়ি রংপুরে। তিনি বুধবার দুপুরে নগরীর ধাপ এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিক সন্মেলনে এ কথা বলেন। সাংবাদিক সন্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আমার ও আমার স্বামী মেজর (অবঃ) খায়রুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা, অসত্য ও উদ্দেশ্য মূলক ভাবে সংবাদ পরিবেশন করা হচ্ছে। আমার স্বামী বঙ্গবন্ধু ও চার নেতা হত্যা মামলার সাথে কোন দিনও জড়িত ছিলেন না। ৭৫ সালে মেজর খায়রুজ্জামান ভারতের আহম্মেদাবাদে ট্রেনিংয়ে ছিলেন। তিনি বলেন ৭০ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সরকার অন্যায় ভাবে জেলে বন্দি করে রেখেছেন। তার বিরুদ্ধে যে সকল মামলা দেওয়া হয়েছে তার কোন ভিত্তি নেই । গত সংসদ নির্বাচনে আমি রংপুর -৩ আসন থেকে এরশাদ শক্ত প্রার্থীর সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছিলাম। এবার প্রার্থী অনেকটা দূর্বল তাই আশাকরি এখানকার মানুষ আমাকে দলমত নির্বিশেষে ভোট দিবেন। আমি নির্বাচিত হলে মাসে ৭দিন রংপুরে অবস্থান করবো । এলাকার মানুষের সার্বিক সাহায্যে এগিয়ে আসবো । এক প্রশ্নের জাবাবে বিএনপির এই প্রার্থী বলেন, 'মেজর খায়রুজ্জামান আসামী না হলেও ১৯৯৬ সালের ১৩ আগস্ট গ্রেফতার করা হয়েছিল। তাকে জেলহত্যা মামলায় আসামী করা হয়। ২০০২ সালে খায়রুজ্জামান সহ ৫ জনকে বেখসুর খালাস করা হয়। তারপরও আমার স্বামী ও পরিবারকে ঘিরে মিথ্যাচার করা হচ্ছে। এটা হলুদ সাংবাদিকতা। তিনি এসব মিথ্যাচার বন্ধ করা না হলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার হুমকি দেন। একই সাথে সাংবাদিকদেরকে ওয়াচডগের ভূমিকা পালনের আহবান জানান। সংবাদ সন্মেলনে জেলা ও মহানগর বিএনপির স্থানীয় শীর্ষ নেতাদের দেখা না গেলেও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সামসুজ্জামান সামু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজ, জেলা যুবদলের সাধারণ শামসুল হক ঝন্টু, যুগ্ম সম্পাদক শাহ্ জিল্লুর রহমান, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, রংপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments