বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeরাজনীতিরংপুর-৩ উপনির্বাচনে আমার মূল প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী: এরশাদের ভাতিজা আসিফ

রংপুর-৩ উপনির্বাচনে আমার মূল প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী: এরশাদের ভাতিজা আসিফ

জয়নাল আবেদীন: রংপুর- ৩ আসনের উপ-নির্বাচনে মোটরগাড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচএম এরশাদের আপন ভাতিজা সাবেক এমপি এইচএম শাহরিয়ার আসিফ বলেছেন, আমার মূল প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী রিটা রহমান। নির্বাচনী মাঠে লাঙলের কথা কেউ বলেনা। আগের মত লাঙলের পক্ষে ভোটের কথা শোনা যায় না। যেখানেই প্রচারণায় যাচ্ছি সেখানেই মোটর গাড়ির পরেই ধানের শীষের কথা শুনছি। রংপুরের জনগণ আমাকেই এরশাদের বৈধ উত্তরসুরী মনে করছেন। পারিবারিক ভাবে আমি এরশাদ পরিবারের প্রার্থী। আমাদের পরিবার রাজনৈতিক পরিবার। আমি ছোট বেলা থেকে আমার পরিবারকে জনগণের সেবা করতে দেখেছি। তাই আমার বিশ্বাস নির্বাচনে আমি জয়লাভ করবো। বৃহস্পতিবার দুপুরে নগরীর সেনপাড়াস্থ তার পৈত্রিক নিবাস স্কাই ভিউএ সাংবাদিকদের কাছে নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বতন্ত্র প্রার্থী আসিফ তিনি তার ইশতেহারে ঘোষণা করেছেন, নির্বাচিত হলে রংপুরের অবকাঠামো, শিক্ষা,কর্মসংস্থান, শিশু-কিশোরদের সুস্থ পরিবেশ, ধর্মীয় সহমর্মিতা, রাজনৈতিক সম্প্রতি, অসহায়, বৃদ্ধ, বিধবা, এতিমদের নিরাপত্তা, মাদক মুক্ত সমাজ, কৃষক এবং খামারের উন্নয়ন, শ্রমিক সমাজের উন্নয়ন, সামাজিক সম্প্রতি, সামাজিক আন্দোলন জোরদার, নারী সমাজের উন্নয়ন, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের সমস্যা সামাধান, পরিবেশ-পরিচ্ছন্নতা অভিযানসহ উল্লেখিত বিষয়গুলোর ওপর কাজ করবেন। এসময় রংপুর জেলা শ্রমিক পার্টির সাবেক সভাপতি সামসুল হকসহ জাতীয় পার্টি ও মোটর গাড়ীর কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments