শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeরাজনীতিবাঙালি জাতির উত্থানে মূল চালিকা শক্তি বঙ্গবন্ধু: টুকু

বাঙালি জাতির উত্থানে মূল চালিকা শক্তি বঙ্গবন্ধু: টুকু

আব্দুদ দাইন: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাড.শামসুল হক টুকু এমপি বলেন, বাঙালি জাতির উত্থানে মুল চালিক শক্তি বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তাঁর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। বঙ্গবন্ধ ৭মার্চ ঐতিহাসিক ভাষণ দিয়ে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণে উদ্বুদ্ধ করেন। আমরা বঙ্গবন্ধুর নির্দেশেই মক্তিযুদ্ধে অংশ গ্রহণ করি। যারা জাতির ইতিহাস জানেনা তারা কখনো দেশ প্রেমিক হতে পারেনা। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। ২৫মার্চ ১রাতেই পাকিস্তানি হানাদার বাহিনী ২৫হাজার নিরস্ত্র বাঙালিকে হত্যা করে। পাকিস্তানি দোসর আলবদর কমান্ডার মতিউর রহমান নিজামীর নির্দেশে পাবনার সাঁথিয়ায় যে ১৩টি স্থানে গণহত্যা চালানো হয় সে সব জায়গা চিহ্নিত করে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। শুক্রবার পাবনার সাঁথিয়ায় আফতাবনগর উচ্চবিদ্যালয়ে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুুক্তিযুদ্ধকে জানি” শীর্ষক সাক্ষাৎকার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন । বিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি ও সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিকের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়াম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ, জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মাতু, অধ্যাপক আব্দুদ দাইন সরকার প্রমুখ। এ সময় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ক নানা প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি ও অন্যান্য মুক্তিযোদ্ধারা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments