শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeখেলাধুলাঅবশেষে জানা গেলো সৌম্য সরকারের হবু বউয়ের পরিচয়

অবশেষে জানা গেলো সৌম্য সরকারের হবু বউয়ের পরিচয়

বাংলাদেশ প্রতিবেদক: এ মাসেই বিয়ে করছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার। সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন সৌম্য সরকারের বাবা ও সাতক্ষীরার সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার।

তিনি জানান, পাত্রীর দাদার বাড়ি পিরোজপুর। মেয়ের বাবা-মা খুলনার তুতপাড়ায় থাকেন। তবে বর্তমানে সপরিবারে ঢাকার নিউমার্কেটের পাশে থাকেন তারা। পাত্রী একটি ইংলিশ মিডিয়ামে এ লেভেলে পড়াশুনা করছে।

সৌম্যর বাবা জানান, বিয়ের আনুষ্ঠানিকতা হবে খুলনার তুতপাড়ায়। আর বউভাতের অনুষ্ঠান হবে সৌম্যর এলাকা সাতক্ষীরার মন্টু মিয়ার বাগানবাড়িতে।

বিয়ের তারিখ জানতে চাইলে কিশোরী মোহন সরকার বলেন, দু-একদিনের মধ্যেই দাওয়াতের কার্ড পেয়ে যাবেন।

তবে অন্য আরেকটি সূত্রে জানা গেছে, ২৬ ফেব্রুয়ারি গায়েহলুদ আর ২৮ ফেব্রুয়ারি বিয়ের অনুষ্ঠান হবে। কনে আগে থেকেই চেনাজানা। দুই পরিবারের সম্মতিতে সংসার জীবন শুরু করছেন তারা। বিয়ে উপলক্ষে বিসিবি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি নিয়েছেন সৌম্য।

বিয়ের এ আনুষ্ঠানিকতায় সৌম্য খেলতে পারবেন না জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের টেস্ট ম্যাচ। এ বিষয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, টেস্ট ম্যাচ খেলতে পারব না। তবে ওয়ানডে এবং টি২০ সিরিজের জন্য প্রস্তুত থাকব। সুযোগ পেলে অবশ্যই খেলব।
এর আগে পাকিস্তানের বিপক্ষে ১৪ সদস্যের টেস্ট স্কোয়াডে ছিলেন সৌম্য। ম্যাচ শেষ করে মঙ্গলবার দেশে ফেরেন সাতক্ষীরার এ ক্রিকেটার। গতকাল থেকেই লেগে পড়েছেন বিয়ের কেনাকাটায়। বিয়ে পর্যন্ত সামনের দিনগুলো ব্যস্ততায় কাটবে তার।

২২ থেকে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১, ৩ ও ৬ মার্চ। দুই ম্যাচ টি২০ সিরিজ হবে ঢাকায় শেরেবাংলা স্টেডিয়ামে ৯ ও ১১ মার্চ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments