মঙ্গলবার, মে ১৩, ২০২৫
Homeসারাবাংলাউল্লাপাড়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

উল্লাপাড়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিতা কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালা হয়েছে ৷

সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন ৷ এ কর্মশালায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ প্রধান অতিথি হয়ে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ৷

আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছাঃ লুৎফননাহার , উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ ৷ কর্মশালায় সহকারী কমিশনার ( ভুমি ) ইশরাত জাহান উপস্থিত ছিলেন ৷ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আবদুল্লাহ জাহিদ স্বাগত বক্তব্য রাখেন ৷

কর্মশালায় উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালায় কর্মপরিকল্পনা তুলে ধরেন ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments