বাংলাদেশ প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার পরিচ্ছন্নকর্মীর সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাচ্চু (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে বাচ্চু শিশুটিকে বাজারের পাশে একটি খোলা জায়গায় নিয়ে ধর্ষণ করে। রক্তাক্ত ও আহত অবস্থায় শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। গ্রেফতার বাচ্চু পার্শ্ববর্তী মাধবদী থানার শিবেরকান্দী গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।
জানা গেছে, আড়াইহাজার পৌরসভার পরিচ্ছন্নকর্মী তামান্না রাত সাড়ে ১২টায় তার শিশু কন্যাকে (৭) সাথে নিয়ে কাজে আসে। মেয়েকে পৌরসভার রাস্তার পাশে দাঁড় করিয়ে বাজার পরিষ্কার করছিলেন।এ সময় পূর্ব পরিচিত রিকশাচালক বাচ্চু শিশুটিকে মজা খাওয়াবে বলে তার রিকশায় তুলে নিয়ে বাজারের দক্ষিণ পাশে অবস্থিত শাহাজালালের পুকুর সংলগ্ন মাঠে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় যথা স্থানে রেখে যায়। পরে তার মা তামান্না বিষয়টি লক্ষ করে মেয়েকে জিজ্ঞাসা করলে বিস্তারিত জানতে পেরে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ মামলা নিয়ে সাথে সাথে অভিযুক্ত বাচ্চুকে আড়াইহাজার পায়রা চত্তর এলাকা থেকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার।