ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জে পুলিশের আইন শৃংখলা বিষয়ক সভায় একজন বীর মুক্তিযোদ্ধার বক্তব্যের সময় জেলা জামায়াত নেতা বাধা দেয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড।
আজ শনিবার বেলা ১১টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ তরিকুল ইসলাম বলেন, ওইদিন সভায় উপস্থিত ছিরেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। তার উপস্থিতিতেই জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ লতিফুর রহমান তেড়ে এসে তাকে বক্তব্য দিতে বাধা দেন এবং শেষ পর্যন্ত তাকে বক্তব্য দিতে দেয়া হয়নি।
এসময় পুলিশ নিরব ছিল বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সৈয়দ মাহতাবুল আলম নূরী, জাব্বার আলী, হুমায়ন কবির প্রমূখ।
প্রসঙ্গত, গত ২৭এপ্রিল শহীদ সাটুহলে পুলিশের আইন শংখলা বিষয়ক সভায় এই ঘটনা ঘটে এবং এতে জেলার মুক্তিযোদ্ধারা বিব্রত হন।
#
ফেরদৌস সিহানুক শান্ত