শনিবার, মে ১০, ২০২৫
Homeসারাবাংলাসাগরকন্যা কুয়াকাটা পর্যটকে মুখরিত

সাগরকন্যা কুয়াকাটা পর্যটকে মুখরিত

মিজানুর রহমান বুলেট: তিন দিনের ছুটির কারণে সারকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকে মুখরিত। কুয়াকাটার প্রায় হোটেলই ইতোমধ্যেই বুকিং হয়ে গেছে। গত সপ্তাহের চেয়েও বেশি পর্যটকের আনাগোনা দেখাযাচ্ছে।

শুক্রবার, শনি সাপ্তাহিক ছুটিসহ সরকারি তিন দিনের ছুটি থাকায়, কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে শুরু করে সমুদ্র সৈকত, দর্শনীয় স্থানগুলোতে পর্যটকের আনাগোনা লক্ষ্য করা গেছে। পর্যটকরা হইহুল্লা করে মাতিয়ে রেখেছেন পুরো সমুদ্র সৈকত।সমুদ্রের বুকে কেউ ঝাঁপিয়ে পড়ছে কেউ বা আবার দলবেঁধে সাতার কাটছে। আনন্দ উপভোগের দৃশ্য স্মৃতিপটে ধারণের জন্য কেউ বা আবার সেলফি তুলছে।অন্যদিকে পর্যটকদের ভিড় বাড়ায় কুয়াকাটার সকল রেস্তোরাঁসহ পর্যটননির্ভর সকল ব্যবসা প্রতিষ্ঠানে ব্যস্ততা দেখা গেছে। পর্যটকদের আগমনে স্বস্তি ফিরছে পর্যটন সকল ব্যবসায়ীদের। কুয়াকাটা বৌদ্ধ মন্দির, মিচরিপাড়া বৌদ্ধ মন্দির, শুটকি পল্লি, গঙ্গামতি, কাউয়ারচর, ঝাউবন,সুন্দর বনের অংশ ফাতরার বনে ব্যাপক পর্যটকের আনাগোনা বেড়েছে।

সিলেট থেকে আগত পর্যটক মুজাহের বলেন, একই স্হানে দাড়িয়ে সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখতে আসা সার্থক মনে হচ্ছে। এখানকায় লোকজনের আতিথিয়েতায় আমরা খুবই খুসি। তিন দিনের ছুটি উপলক্ষে অনেক বেশি পর্যটক থাকায় আনন্দ পাওয়া যাচ্ছে। তবে ভাঙ্গা থেকে কুয়াকাটা মহাসড়কটি ফোরলেনে উন্নিত করা হলে আরো পর্যটক কুয়াকাটায় আসবে।

সৈকতে আচার বিক্রেতা আমির বলেন,আজ বৃহস্পতিবার থেকে বেশ পর্যটক কুয়াকাটায় আসছে। আমাদের বেঁচা বিক্রিও বাড়তে শুরু করছে।

স্পীডবোট ব্যবসায়ী মোঃ সগির বলেন, আজ ভালোই পর্যটক বাড়ছে। তিন দিনের ছুটিতে কুয়কাটা সমুূদ্র সৈকত পর্যটকে মুখরিত। আমাদের পিছনের লচ কেটে উঠতে পারবো।

ছাতা ব্যবসায়ী আ: বেলাল বলেন, গত সপ্তাহের চেয়েও আজকে ব্যপক পর্যটক আসছে। গরমের কারনে সকালের চেয়ে সৈকতে বিকেলে বেশি পর্যটকের আগমন ঘটবে।

কুয়াকাটা হোটেল-মোটেল অউনার এসোসিয়েশন সভাপতি মো.মোতালেব শরীফ জানান, আমাদের প্রায় হোটেলেই ৬০% রুম বুকিং রয়েছে। আজকের চেয়ে কালকে পর্যটক আরো বাড়বে।পর্যটকের সেবায় আমরা হোটেল কতৃপক্ষ ও প্রশাসনের লোকজন সার্বক্ষণিক প্রস্তুত আছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, সরকারি এই তিন দিনের ছুটিতে কুয়াকাটায় অনেক পর্যটকদের বেড়েছে।পর্যটকের সেবায় আমরা ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছি। বিভিন্ন স্পটে ভাগ হয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। সার্বক্ষণিক মাইকিং করে পর্যটকদের সকল বিষয়ে সচেতন করা হচ্ছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন,গত সপ্তাহের চেয়েও আজকে প্রচুর পর্যটক আসছে। তিন দিনের ছুটিকে কেন্দ্র করে সমুদ্র সৈকত পর্যটকে মুখরিত। কলাপাড়া উপজেলা প্রশাসন,মহিপুর থানা পুলিশ,কুয়াকাটা টুরিস্ট পুলিশ ও পৌর কতৃপক্ষ পর্যটকদের নিরাপত্তায় মোবাইল টিম করে কুয়াকাটার সকল স্পট গুলোতে ছড়িয়ে ছিটিয়ে আছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments