শনিবার, মে ১০, ২০২৫
Homeআন্তর্জাতিকভোরের নামাজের পরই পাকিস্তানের পাল্টা হামলা, একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত

ভোরের নামাজের পরই পাকিস্তানের পাল্টা হামলা, একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত

বাংলাদেশ প্রতিবেদক: শনিবার ভোরে ফজরের নামাজের পরপরই পাকিস্তান তাদের প্রতিরোধমূলক সামরিক অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন আল–জাজিরার ইসলামাবাদ প্রতিনিধি ওসামা বিন জাভেদ।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, পাকিস্তানের সামরিক সূত্রের বরাতে বলা হচ্ছে, ভারতজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানছে পাকিস্তানের সামরিক বাহিনী।

এর আগে পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়, ‘ভারতীয় আগ্রাসনের’ জবাবে তারা ‘অপারেশন বুনিয়ান মারসুস’ নামের সামরিক প্রতিক্রিয়া শুরু করেছে।

এই অভিযানের আওতায় ভারতীয় ভূখণ্ডে অবস্থিত উধমপুর ও পাঠানকোটের দুটি বিমানঘাঁটি এবং পাঞ্জাবের বেয়াসে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি সামরিক বাহিনী।

এই অভিযান ঘিরে উপমহাদেশে যুদ্ধাবস্থা আরও ঘনীভূত হচ্ছে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments