শনিবার, মে ২৪, ২০২৫
Homeসারাবাংলাসন্তানকে পুলিশে দিয়ে বিএনপি নেতার আবেগঘন পোস্ট

সন্তানকে পুলিশে দিয়ে বিএনপি নেতার আবেগঘন পোস্ট

বাংলাদেশ প্রতিবেদক: বগুড়ার ধুনটে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মাকে কুপিয়ে আহত করার অভিযোগে ওঠে বিএনপি নেতার ছেলে নাফিজ ফয়সাল আকাশের (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর পাশা তার ছেলেকে নিজেই থানা পুলিশের কাছে সোপর্দ করেন। ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়ে তিনি ‘ভিপি পাশা’ নামে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

শনিবার (১৭ মে) বিকেল ৫টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে আকাশকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাত ৮টায় হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় আকাশকে পুলিশের হাতে তুলে দেন তার বাবা।

থানা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক মেয়েকে উত্ত্যক্ত করে আকাশ। এ ঘটনার প্রতিবাদ করায় আকাশ শুক্রবার ওই কলেজছাত্রীর বাড়িতে গিয়ে বাবা-মাকে কুপিয়ে আহত করে। তাদের প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে ওই ছাত্রীর মাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশের হাতে আকাশকে তুলে দেন তার বাবা।

এ বিষয়ে আকাশের বাবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা ফেসবুকে লেখেন, ‘আমি আপসহীন নেত্রীর কর্মী, কোনো অন্যায়ের সঙ্গে আপস করতে জানি না। আমার বুকের পাঁজর ফেটে গেলেও সামান্য রাগের বশীভূত হয়ে একটু মারামারিকে কেন্দ্র করে আমার নিজের একমাত্র ছেলে কলিজার টুকরাকে আমি নিজেই পুলিশের হাতে তুলে দিলাম। আল্লাহ ভরসা।’

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আকাশকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। চাকু মারার ঘটনায় অভিযোগ পেলে মামলা দায়ের করে আকাশকে ওই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments