শনিবার, মে ২৪, ২০২৫
Homeসারাবাংলাবিমানবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে ঈশ্বরদীতে প্রতারণা, ৩ প্রতারক গ্রেপ্তার

বিমানবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে ঈশ্বরদীতে প্রতারণা, ৩ প্রতারক গ্রেপ্তার

স্বপন কুমার কুন্ডু: বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ঈশ্বরদীতে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে ঈশ্বরদী থানা পুলিশ গ্রেপ্তার করেছে। থানার ওসি বৃহস্পতিবার (২২ মে) প্রতারক গ্রেপ্তারের ঘটনা নিশ্চিত করেছেন।

শহরের ফতেমোহাম্মদপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিউ কলোনির আজগর হোসেনের ছেলে আল আমিন (২২), বাপ্পি আলমের ছেলে শিহাব হোসেন (২০) এবং মৃত দিলসের ছেলে মো. নাদিম হোসেন (২৯)। মোবাইল সদৃশ্য তিনটি ওয়াকিটকি ও বিমানবাহিনীর ভুয়া আইডি কার্ড তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিমানবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারকরা ফতেমোহাম্মদপুরের বাসিন্দা ও ওয়ার্কশপ ব্যবসায়ী জাবেদ খানের দুই ছেলেকে ‘ড্রোন গার্ড’ পদে চাকরি দেওয়ার আশ্বাস দেয়। তারা এজন্য দশ লাখ টাকা দাবি করে। গত ২ এপ্রিল তারা জাবেদের কাছ থেকে নগদ ৬ লাখ ৪০ হাজার টাকা নেয় এবং চাকরির প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে। পরবর্তীতে ‘ভেরিফিকেশন’ ও ‘মিষ্টি খাওয়ানো’র কথা বলে আরও ১ লাখ ৫০ হাজার টাকা নেয়। এরপর চাকরি প্রার্থীদের রাজশাহীতে নিয়ে গিয়ে সামান্য শারীরিক প্রশিক্ষণ দিয়ে কিছু রেশন সামগ্রী দেয়। প্রতারকরা তাদের জানায়, ১৮ মে নিয়োগপত্র দেওয়া হবে। একটি অদ্ভুত চুক্তিনামা নিয়ে তারা ২০ মে জাবেদের বাড়িতে যায়। জাবেদ খানের সন্দেহ হলে তিনি ঈশ্বরদী থানায় অভিযোগ করেন।

থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ বলেন, গোপনে তদন্ত করে প্রতারক চক্রের তিন সদস্যকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments