বুধবার, মে ১৪, ২০২৫
Homeসারাবাংলাবেলকুচিতে বিদ্যালয়ের দখলি জায়গা আদালতের রায়ে মালিককে হস্তান্তর

বেলকুচিতে বিদ্যালয়ের দখলি জায়গা আদালতের রায়ে মালিককে হস্তান্তর

এম এ মুছা: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অধীনে দখলকৃত কিছু মালিকানাধিন জামি দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের দখলে ছিল।

গত ২০১৭ সালের ৬ই ফেব্রুয়ারী সিরাজগঞ্জের যুগ্ম জেলা জজ আদালতে বেলকুচি উপজেলার তামাই পশ্চিম পাড়ার কাজেম উদ্দিনের ছেলে আব্দুর রহিম নিজ জায়গা প্রাপ্তির দাবীতে বাদী হয়ে একটি বাটোয়ারা মামলা দায়ের করেন। মামলার বিবাদী কামারখন্দ উপজেলার কাজিপুড়া গ্রামের বজলার রহমানরে ছেলে আনোয়ারুল ইসলাম সহ ৪৩ জনের বিরুদ্ধে।

মামলা সুত্রে জানা যায়, বেলকুচি উপজেলার তামাই মৌজার সি এস খতয়িান নং১২৩ সাবেক দাগ নং ৩৬৯ এর ৭.৩৪ শতক জায়গার মালিকানা দাবীতে বাটোয়ারা মামলাটি দায়ের করেন আব্দুর রহমি গং (মামলানং ৪৫/২০১৭)। আদালতে তিন বছর মামলা চলার পর গত ২৩ ফেব্রয়ারী ২০২০ ইং তারিখে মামলার বাদী আব্দুর রহমি গং ডিগ্রীপায়। অতঃপর শুক্রবার (২০র্মাচ) সকালে আদালতরে নির্দেশে এ্যাডভোকেট কমিশনার সিরাজুল ইসলাম ও জারিকারক মনিরুল ইসলামের নেতৃত্বে আব্দুর রহিম গংয়ের তামাই পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অধীনের বেদখলি ৭.৩৪ শতক জায়গা রহিম গংকে সরেজমিনে উপস্থিত জনগনের সামনে তাকে বুঝিয়ে দেন।

এব্যাপারে আব্দুর রহিম জানান, ন্যায় বিচার পেয়ে আমি আনন্দিত। আদালতের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে এলাকার সচেতন মহলের কয়েকজন জানান, দীর্ঘদিন থেকে বিদ্যালয়ের জায়গা নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে এ ব্যাপারে বিদ্যালয়ের কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেয়ায় একতরফা ভাবে ডিগ্রী পেয়েছে। মামলার ডিগ্রী পাওয়ার কারনে বিদ্যালয়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments