রবিবার, মে ১১, ২০২৫
Homeসারাবাংলাশাহজাদপুরে কৃষককে পিটিয়ে হত্যা

শাহজাদপুরে কৃষককে পিটিয়ে হত্যা

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামে গতকাল বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে সাখাওয়াত হোসেন বন্দি(৫২) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার করেছে তার স্বজনরা।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী রেবা খাতুন বাদি হয়ে পুত্রবধূ আলপনা খাতুন, তার বাবা আলতাফ হোসেন ও ভাই সাগরকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন পূর্বে কৃষক সাখাওয়াত হোসেন ওরফে বন্দি মিয়া ছোট ছেলে সাকিবকে সিএনজি চালিত একটি অটোরিকশা কিনে দেন। এরপর থেকে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বড় ছেলে রুবেলের সাথে কৃষক সাখাওয়াত হোসেনের পারিবারিক কলহ চলে আসছিল। একপর্যায়ে ওই কৃষক বড় ছেলে রুবেলকে ৪ টি গরু কিনে দেয়। কিন্তু তাতেও বড় ছেলে রুবেল ও তার স্ত্রী আলপনা খাতুন সন্তুষ্ট না হয়ে নানা অশান্তির সৃষ্টি করতে থাকে। এদিকে, এই কলহের জের ধরে গতকাল বৃহস্পতিবার বেলা ২ টার দিকে পূত্রবধু আলপনা খাতুনের সাথে শ্বাশুড়ি রেবা খাতুনের বাক বিতন্ডা শুরু হয়। খবর পেয়ে একই গ্রামের বাসীন্দা আলপনার বাবা আলতাফ হোসেন ( নিহত কৃষকের বিয়াই) ও তার ছেলে সাগর ঘটনাস্থলে এসে রেবা খাতুনকে মারধর করে। এসময় বাধা দিতে গেলে পূত্রবধু আলপনা খাতুন, তার বাবা আলতাফ হোসেন ও ভাই সাগর লোহার রড, কাঠের পিরি ও লাঠি দিয়ে কৃষক সাখাওয়াত হোসেনের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে প্রতিবেশীরা মূমুর্ষ অবস্থায় ওই কৃষককে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ময়নূল হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। তিনি বলেন, নিহতের স্ত্রী রেবা খাতুন বাদি হয়ে পুত্রবধূ আলপনা খাতুন, বিয়াই আলতাফ হোসেন ও তার ছেলে সাগরকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments