রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলা৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে নদীতে, ভূঞাপুরসহ তিন উপজেলা ১৫ ঘণ্টা...

৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে নদীতে, ভূঞাপুরসহ তিন উপজেলা ১৫ ঘণ্টা অন্ধকারে

আব্দুল লতিফ তালুকদার: বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে পড়ায় টাঙ্গাইলের তিন উপজেলা প্রায় ১৫ ঘণ্টা অন্ধকারে হয়ে পড়ে। ফলে চরম ভোগান্তি ও বিপর্যস্ত হয়ে পড়ে মানুষের জীবন। বিপাকে পড়ে খামারি ও হাসপাতালে থাকা রোগীরা।

রাতভর মেরামতের কাজ শেষে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোররাত ৪ টার দিকে বিদ্যুৎ লাইনের সংযোগ সঞ্চালন হলে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। এরআগে বুধবার (৬ আগস্ট) দুপুর ২ টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। জানা গেছে, বুধবার দুপুরে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কালিহাতীর এলেঙ্গা পুংলি নদীর ওপর তার ছিঁড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়।

ফলে ভূঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের (বিউবো) আওতায় ভূঞাপুরসহ পাশ্ববর্তী ঘাটাইল, গোপালপুর ও কালিহাতী কিছু এলাকার ৫০ হাজারের বেশী গ্রাহকরা ১৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

এ বিষয়ে ভূঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী (বিউবো) মো. আনোয়ারুল ইসলাম বলেন, বুধবার দুপুরে কালিহাতীর এলেঙ্গা পুংলি নদীর ওপর ৩৩ কেভি লাইনের তার ছিঁড়ে পড়লে ভূঞাপুরসহ পার্শ্ববর্তী তিন উপজেলার কিছু অংশে সংযোগ বিচ্ছিন্ন হয়। নদীতে তীব্র স্রোত থাকায় মেরামত কাজে বিঘ্ন ঘটে। পরে রাতভর মেরামতের কাজ শেষে বৃহস্পতিবার ভোররাতে সংযোগ লাইন সঞ্চালন করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments