আহম্মদ কবিরঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ৯০বস্তা ভারতীয় চিনি ও দুটি ভ্যানগাড়িসহ ৪ চোরাকারবারিকে আটক করে ধর্মপাশ,থানা পুলিশ।
আজ(৩,অক্টোবর)মংগলবার সকাল সাড়ে ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপাশা থানা পুলিশের এসআই আব্দুস সবুর মিয়ার নেতৃত্বে এএসআই ইমরান আহমেদ ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে মধ্যনগর থেকে ধর্মপাশা রাস্তার উপর থেকে ৯০ বস্তা ভারতীয় চিনি ও ২টি ভ্যানগাড়িসহ ৪ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার নাগডরা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে এরশাদ(৩৭),দৌলতপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আবুল কাউছার(৪০),কাজিহাটী গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে হেলাল মিয়া(৫০)এছাড়াও ধর্মপাশা উপজেলার ফাতেমানগর গ্রামের রাজ আলীর ছেলে শফিকুল ইসলাম(৩৭)।
সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল তথ্যসুত্রে জানাযায় গ্রেফতারকৃত আসামিগণ চোরাচানের মাধ্যমে বাংলাদেশে আনা ও ভারতীয় চিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে ধর্মপাশা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।এবং পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মিজানুর রমনান।