বাংলাদেশ প্রতিবেদক: জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার রাত ৮টার দিকে তারা এ রূপরেখা ঘোষণা করবেন বলে জানা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বেসরকারী টেলিভিশন চ্যানেল ২৪-এর এক লাইভ অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন। তারা বলেন, রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে আন্দোলনরত শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মের নেতারা।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জাতীয় সরকারের রূপরেখা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ছাত্ররা রাজপথে থাকবে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, এ স্বাধীনতা বাংলাদেশের মানুষের। এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার।