রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাসংখ্যালঘুদের সুরক্ষায় কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ

সংখ্যালঘুদের সুরক্ষায় কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়াসহ সারাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, উপাসনালয় ভাংচুর,বাড়িঘরে হামলা,অগ্নিসংযোগ,লুটপাট ও সকল নির্যাতনে জড়িত দুষ্কৃতিকারীদের সর্বোচ্চ শাস্তি এবং আর্থিক ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কলাপাড়া উপজেলা শাখা সোমবার সকাল ১১ টায় প্রেসক্লবের সামনের সড়কে এর আয়োজন করে। এতে উপজেলা বিভিন্ন ইউনিয়নের সংখ্যালঘু পরিবারের নারী পুরুষ অশংগ্রহন করেন। মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও মদন মোহন সেবাশ্রমের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, সহ সভাপতি ডা.সুভাষ চন্দ্র মিত্র, সাধারণ সম্পাদক মংটেনসুয়ে রাখাইন, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ মুখার্জী, অবসরপ্রাপ্ত শিক্ষক অমল কর্মকার, শিক্ষিকা নমিতা দত্ত প্রমুখ।

সভায় বক্তারা বলেন,৫ আগষ্টের পর থেকে সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, বসতঘর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সরকার পরিবর্তনের সাথে সাথে এভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে দেশ স্বাধীনের পর থেকে। তাই এ নির্যাতন বন্ধে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে ৮ দফা বাস্তবায়নের দাবি জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments