রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলারোহিঙ্গা ক্যাম্পে আরসার ২ কমান্ডারকে গুলি করে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে আরসার ২ কমান্ডারকে গুলি করে হত্যা

কায়সার হামিদ মানিক: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার দুই কমান্ডারকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।এ সময় আবদুল্লাহ নামের একজনসহ ২ জন গুলিবিদ্ধ হন।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে উখিয়া কুতুপালং ২০ নম্বর ক্যাম্প ও ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবালএ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন ২০ নম্বর ক্যাম্পের ৬/ বি-ব্লকের আবদুল গনির ছেলে রহমত উল্লাহ(২৫)৪ নম্বর ক্যাম্পের ১/ সি-ব্লকের আবুল কালামের ছেলে ইমাম হোসেন(৩৯)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান,বুধবার ভোর রাত ২ টা থেকে ৪ টার ভিতরে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী সংগঠন আরসার কমান্ডার ইমাম হোসেন, রহমত উল্লাহসহ আরও কয়েকজন অবস্থান করছিলেন। ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ২০ থেকে ৩০ জন লোক গিয়ে তাদের ওপর অতর্কিত গুলি ছুড়তে থাকে। পরে হামলাকারীরা পালিয়ে যায়। এতে ইমাম হোসেন ও রহমত উল্লাহ ঘটনাস্থলে নিহত এবং ২জন গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুজনের মরদেহ উদ্ধার করেছে।

ওসি আরও বলেন, নিহত দুজন মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার কমান্ডার। তাদের বিরুদ্ধে খুন, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান।

এঘটনায় বর্তমানে ঘটনাস্থল এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ও পুলিশিং টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments