রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeঅর্থনীতিশেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের বিক্ষোভ

শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের বিক্ষোভ

বাংলাদেশ প্রতিবেদক: আজ বুধবার (২ অক্টোবর) দুপুরে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা।

এ সময় তাঁরা শেয়ারবাজারের সাম্প্রতিক দরপতনের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ভুল নীতিকে দায়ী করে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তাঁরা বিএসইসির বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ দাবি জানান।

আজ ঢাকার শেয়ারবাজারের প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ১৩২ পয়েন্ট বা ২ দশমিক ৩৬ শতাংশ; ডিএসইএসের পতন হয়েছে ২ দশমিক ৫৯ শতাংশ; ডিএস ৩০ সূচকের পতন হয়েছে ২ দশমিক ৫১ শতাংশ।

লেনদেন হয়েছে মোট ৪৪০ কোটি টাকার শেয়ার।

আজ মাত্র ২৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে; দাম কমেছে ৩৪৭টি কোম্পানির। স্বাভাবিকভাবে সূচকের পতন হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments