সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeসারাবাংলাপূর্ণিমার জোয়ারের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল, নদ-নদীর পানি বৃদ্ধি

পূর্ণিমার জোয়ারের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল, নদ-নদীর পানি বৃদ্ধি

মিজানুর রহমান বুলেট: পূর্ণিমার জোয়ারের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় স্বাভাবিকের চেয়ে বেড়েছে আন্ধারমানিক ও রাবনাবাদ সহ সকল নদ-নদীর পানি। তাই গত দুইদিন ধরে দু’দফা জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। বাসা বাড়িতে পানি প্রবেশ করায় ভোগান্তিতে পড়েছে বেড়িবাঁধের বাইরের বসবাসকারীরা।
এদিকে পূর্নিমার জো’য়ের কারেন কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ সৈকতে আছড়ে পড়ছে। সাগরের পানির উচ্চতা বেড়ে নির্দিষ্ট স্থান অতিক্রম করায় দুর্ভোগে পড়েছে কুয়াকাটা সৈকতের শওশত ক্ষুদ্র ব্যবসায়ীরা।সৈকত সংলগ্ন মন্দিরে পানি ঢুকে পড়েছে। তবে আগত পর্যটকরা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন।

সৈকতে ফিস ফ্রাই ব্যবসায়ী ইসমাইল বলেন, এত বন্যা গেল তাতেও আমাদের এইসব দোকানে পানি উঠে নাই। এবছর প্রচুর পানি বাড়ছে, বিচের সব দোকান পানিতে ডুবে লন্ডভন্ড হয়েগেছে।

বিচের শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন বলেন, আমি মন্দিরের শুরু থেকে আছি,তবে এতো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, শেষ রেমালেও এভাবে পানি বাড়েনি।গতকাল, আজকে জোয়ারে মন্দিরের মধ্যে পানি ঢুকেছে।এখন যেভাবে দিনূিন পানি বৃদ্ধি পাচ্ছে তাতে সৈকতে মেরিন ড্রাইভ খুবই জরুরী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments