রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাপীরগাছায় বীজ বাদাম চাষে ঝুঁকছে কৃষক

পীরগাছায় বীজ বাদাম চাষে ঝুঁকছে কৃষক

ফজলুর রহমান: সহজে চাষযোগ্য, উৎপাদন খরচ কম ও অধিক লাভজনক হওয়ায় রংপুরের পীরগাছার চরাঞ্চলসহ অন্যান্য এলাকার কৃষকরা বীজ বাদাম চাষে ঝুঁকছেন। চাহিদা ও অধিক মুল্য থাকায় দিন দিন বাড়ছে বীজ বাদামের চাষ।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন ইউনিয়নে বীজ বাদাম চাষ হচ্ছে ৫০/৬০ হেক্টর জমিতে। চলতি মৌসুমে বাদাম চাষের লক্ষ্যমাত্রা ১শ ৪৫ হেক্টর নির্ধারন করা হয়েছে। এ অঞ্চলে বারি-৮ জাতের বাদাম চাষাবাদ হয়। বারি-৮ জাতের বাদাম বীজে সবচেয়ে বেশি ফলন হয়। এ জাতের বাদাম কৃষকের কাছে হাইব্রিড বাদাম হিসেবে পরিচিত। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বাদাম রোপণের সময় আগাম বীজ বাদামের চাহিদা বেড়ে যায়। এ সময় বীজ বাদামের দাম ভাল পাওয়া যায়। উপজেলার চরাঞ্চলের একাধিক কৃষক জানান, আমন ধানের তুলনায় বাদাম চাষ লাভজনক। তাই অনেকে আমন ধানের পরিবর্তে বীজ বাদাম চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এক বিঘা জমিতে বীজ বাদাম চাষ করতে সব মিলিয়ে খরচ হয় প্রায় পনের হাজার টাকা। ফসল উঠতে সময় লাগে তিন থেকে সাড়ে তিন মাস। বিঘা প্রতি গড়ে ছয়/সাত মণ বাদাম মেলে। প্রতি মণ বীজ বাদাম প্রায় আট/দশ হাজার টাকায় বিক্রি হয়।

উপজেলার ছাওলা ইউনিয়নের চর গাবুড়ার কৃষক আকবার আলী বলেন, গত বছর বীজ বাদাম চাষ করে ভাল লাভ পেয়েছিলাম। তাই এবারও চাষ করেছি। ফলনও ভাল হয়েছে। নিজের জমিতে বীজ বাদাম রোপণ করার পর বাড়তি বীজ বিক্রি করে আয় করতে পারবো। অন্নদানগর ব্লকের খামার নয়াবাড়ী গ্রামের কৃষক হাসেন আলী আকালু এর সাথে কথা হলে তিনি বলেন, অধিক লাভের আশায় ধান চাষের ২২ শতাংশ জমিতে ২০ কেজি বীজ বাদাম রোপন করেছি। বর্তমানে ক্ষেতের অবস্থা ভালো রয়েছে। পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য নাতি সিয়ামকে দিয়ে জমিতে ঔষধ দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, কৃষি কর্মকর্তার পরামর্শ না পাওয়ায় কীটনাশক ব্যবসায়ীর পরামর্শ অনুযায়ী আমরা চাষাবাদ করি।

কোন প্রণাদনা পেয়েছেন কিনা এব্যাপারে বলেন, কৃষি জমি চাষাবাদ করলেও , কৃষি কোন প্রনোদনা পাননি বলে তিনি জানান। অন্নদানগর ইউনিয়নের জগজীবন ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক বলেন, স্থানীয়ভাবে বীজ বাদাম উৎপাদনে কৃষকদের বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। আগে কৃষকরা বীজ বাদাম রোপনের সময় সার প্রয়োগ করতো না। তাই ফলন ২২ শতাংশ জমিতে তিন/চার মণ হতো। বর্তমানে আমারা রোপণের পূর্বে পরামর্শ অনুযায়ী সারসহ বোরণ ও জিংক দেয়ায় ফলন বেড়ে ৫/৬ মণ হয়। সঠিক পরামর্শ অনুযায়ী চাষাবাদ করায় বীজ বাদামের ফলন ভাল হবে এবং কৃষকরা লাভবান হবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম এর সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন, অর্থকরী ফসল হিসেবে বাদাম ইতোমধ্যেই জনপ্রিয় হয়েছে। বীজ বাদাম চাষ করে চরাঞ্চলের কৃষকেরা ধানের চেয়ে বেশি লাভবান হচ্ছেন। তাই কৃষকেরা বীজ বাদাম চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments