সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জে খাসজমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জে খাসজমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খাসজমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শরিফুল ইসলাম বকুল নামে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত শরিফুল ইসলাম বকুল গোমস্তাপুর উপজেলার হোগলা দাঁড়াবাজ এলাকার মৃত তামিজ উদ্দিনের ছেলে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাচোল উপজেলার হাজারদীঘী বিলের খাস জমি ১৬ বছর ধরে ভোগ দখল করছেন নাচোল উপজেলার লোকজন। তার পরিপ্রেক্ষেতে বৃহস্পতিবার দুপুরে খাসজমি দখল নিতে আসে গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ি এলাকার লোকজন। এই সময় উভয় পক্ষের মধ্যে ধারালো দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষ বাঁধে। এতে কয়েকজন আহত হলে স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করে। পরে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলাম বকুল মারা যান।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, জমিজামা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে শরিফুল ইসলাম বকুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নাচোল থানায় অভিযোগ দায়ের করেছেন নিহতের স্বজনরা এবং এই বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments