সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeঅর্থনীতি৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যুর সিদ্ধান্ত

৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যুর সিদ্ধান্ত

বাংলাদেশ প্রতিবেদক: গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সেতু নির্মাণের অর্থের জন্য ৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়বে সরকার।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকে সুকুক ইস্যুর লক্ষ্যে শরীয়াহ এডভাইজরি কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। আর এই বৈঠকে সুকুক ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ইসতিসনা এবং ইজারা পদ্ধতিতে তিন হাজার কোটি টাকার এই সুকুক বন্ডের মেয়াদ হবে সাত বছর। আলোচ্য সুকুকটি সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে ইস্যু করা হবে।

এতো আরও বলা হয়, বাস্তবায়নকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিআইডি) এর মাধ্যমে প্রকল্পটির আওতায় দেশের আটটি বিভাগের ৫৮টি উপজেলায় ৮২টি সেতু নির্মাণের কাজ চলমান রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ও প্রকল্প এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি ও অকৃষি পণ্য পরিবহন ব্যবস্থা সহজীকরণ ও বায় হ্রাস এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments