আব্দুল লতিফ তালুকদার: রমজানের আগেই টাঙ্গাইলের ভূঞাপুরে বোতলজাত সয়াবিন তেল হঠাৎ উধাও। অভিযোগ উঠেছে গোপনে খুচরা বাজারে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে বোতলজান সয়াবিন। দোকানিদের অভিযোগ সংকটের জন্য দায়ী কোম্পানি গুলোর সিন্ডিকেট। এতে বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা। শনিবার (১ মার্চ) সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
ক্রেতা সাধারণের অভিযোগ প্রতিবছর রমজান মাস আসলেই ব্যবসায়িরা বেশি মুনাফার আশায় কৃত্রিম সংকট তৈরি করে। উপজেলার গোবিন্দাসী বাজারে খুচরা ব্যবসায়ী মিনহাজ মন্ডল জানান, প্রায় ১৫ দিন ধরে কোন কোম্পানিই বোতলজাত সয়াবিন দিচ্ছে না। চাহিদা দিলে সাথে অন্যান্য পন্য যেমন, আটা, সরিষার তেল বাধ্যতামূলক ভাবে ধরিয়ে দিচ্ছে। না। ডিলাররা বোতল থেকে ঢেলে খোলা বাজারে বেশি দামে বিক্রি করছে। বেশিরভাগ দোকানে ৫ লিটার বোতলজাত সয়াবিন নেই। স্বল্প পরিসে ১/২ লিটারে বোতল পাওয়া যাচ্ছে দাম বাড়িয়ে প্রতি লিটার বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। দোকানিরা বলছেন কম্পানিগুলো তেল সরবরাহ করছে না।
এদিকে বোতলজাত সয়াবিনের সংকটে বেড়ে গেছে খোলা সয়াবিনের দামও।
শিক্ষক সুরুজ্জামান বলেন বলেন, রমজান আসলেই দোকানিরা ও কোম্পানি গুলো মজুত করে দাম বাড়িয়ে বিক্রি করে। আরেক ক্রেতা মনিরুজ্জামান বলেন, সকল মুদি দোকানেই বোতলজাত সয়াবিন তেল বিক্রি করা হয়, এখন অধিকাংশ দোকানেই সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। আবার কোন কোন দোকানে পাওয়া গেলেও তা বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, সয়াবিন তেল কম্পানিগুলো ও ডিলারদের কিরসাজিতে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা করছে বিধায় বাজারে তেলের সংকট দেখা দিয়েছে। তবে সংকট থাকবে না, আমাদের অভিযান চালিয়ে যাবো আশা করছি আগামি কাল থেকে তেলের বাজার স্বাভাবিক হবে।