বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও থানাধীন গোড়ান এলাকায় দুই শিশু সন্তানকে গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যা করেছে তাদেরই জন্মদাত্রী মা।
এ ঘটনার পর পপি নামে ওই শিশুদের মাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ পাহারায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। মৃত দুই শিশু হলো- আলভি ও জান্নাত। তাদের বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর হবে।
শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে গোড়ান এলাকার ৩৭৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি মশিউর রহমান জানান, শুক্রবার দিবাগত রাতে দুই সন্তানকে গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যার পর নিজঘরেই ছিলেন তাদের মা। আজ শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় খবর পেয়ে পুলিশ দগ্ধ অবস্থায় মৃত শিশুদের মাকে উদ্ধার করে। পরে তাকে পুলিশ পাহারায় ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়।