বাংলাদেশ প্রতিবেদক: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব উপজেলার মধ্য পিরিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হচ্ছে, বাজিতপুর উপজেলার মধ্য পিরিজপুর গ্রামের রাকিব (১৯), নূর আমিন (২০) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার পুলেরঘাটের মতলবপুর গ্রামের নয়ন (২০)। নিহতের লাশ উদ্ধার করে বাজিতপুর থানায় নেয়া হয়েছে।
বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী জানান, বেলা ২টার দিকে দ্রুতগতির একটি ট্রাক কিশোরগঞ্জ-ভৈরব উপজেলার মধ্য পিরিজপুর এলাকায় ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানান ওসি।