আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় চার’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হাসমত মোল্লা (৩২) কে আটক করেছে র্যাব- ১২। হাসমত উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের নুর মোহাম্মদের ছেলে। র্যাব সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপ-১২ এর একটি টিম সাঁথিয়া পৌরসভার বোয়ালমারী বাজারে অভিযান চালায়। এসময় মের্সাস মিঠু ফিড এর সামনে পাকা সড়ক থেকে হাসমত কে আটক করা হয়। আটককৃত ব্যক্তির দেহ তল্লাসী করে ৪০০ পিস ইয়াবা উদ্ধার হয়। র্যাবের ধারনা সে দীর্ঘদিন ধরে ইয়াবার বড় চালান বাইরে থেকে এনে এলাকার বিভিন্ন স্থানে তা সরব্ধসঢ়;রাহ করে।এব্যাপারে র্যাবের জেসিও নায়েব সুবেদার মনিরুল ইসলামবাদী হয়ে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।