মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে স্ত্রীর নির্যাতনের বিচার চেয়ে স্বামীর সংবাদ সম্মেলন

জয়পুরহাটে স্ত্রীর নির্যাতনের বিচার চেয়ে স্বামীর সংবাদ সম্মেলন

এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাটের পাচবিবিতে সাবেক স্ত্রীর দ্বারা স্বামীকে নির্যাতন ও জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন হাজী গিয়াস উদ্দিন নামে ৬০ বছরের এক বৃদ্ধ। তিনি নিজের বসতভিটায় থাকতে না পেরে সমাজের বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরে অবশেষে সাংবাদিকদের কাছে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার বেলা ১২ টায় জয়পুরহাট প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে হাজী গিয়াস উদ্দিন জানান, পাচবিবির কাদেরপাড়া এলাকার শিউলী বেগমকে ২৪ বছর আগে তিনি বিয়ে করেন। বিয়ের পর তাদের সংসারে ৩ সন্তানের জন্ম হয়। সংসার করার সময় ৯.৭৫ শতক জমি কিনে তারমধ্যে ৩.২৫ শতক জমি শিউলি বেগমের নামে লিখে দিয়ে বসতবাড়ী নির্মান করে বসবাস করেন। গত ৫ বছর আগে শিউলি বেগম আমার সাথে সর্ম্পক বিচ্ছেদ করে সাগর নামে এক ট্রাক ড্রাইভারের সাথে বসবাস শুরু করে। এসময় সে আমার বাসা হতে সাড়ে ৫ লাখ টাকার জিনিষপত্র চুরি করে নেয় এবং আমাকে আমার বসতভিটা থেকে বের করে দেয়। এ ব্যাপারে ২০১৯ সালের ২৩ নভেম্বর পাচবিবি থানায় একটি সাধারন ডায়রী করি। যার নং-১২০২। আমি শিউলি বেগমকে তার ৩.২৫ শতক জমি নিয়ে বাকি ৬.৫০ শতক জমি আমার দখলে নিতে চাইলে সে জমির দখল না দিয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে গত ১৩ মার্চ আমাকে বাড়ী থেকে বের করে দেয়। ঘটনাটি পাচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে জানালেও কোন প্রতিকার পাইনি। তাই নিরুপায় হয়ে সংবাদ সম্মেলন করছি। যে কোন সময় আমার প্রাণ নাশের মত ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে প্রশাসনসহ সকলের নিকট আবেদন আমার ৬.৫০ শতক জমির দখল বুঝে দিলে আমি বসবাস করতে পারবো।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments