মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত, আহত ৯

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত, আহত ৯

এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে আরা ৯ যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয়রা জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেছে। জয়পুরহাট-বগুড়া সড়কের বানিয়াপাড়া পুলিশ বক্স সংলগ্ন এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির চাকা পাংচার হয়ে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন-জয়পুরহাটের কালাই উপজেলার পূর্ব দূর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু মিয়া (২৬)ও একই উপজেলার পুনট গ্রামের শরাফত আলীর ছেলে আবু তালেব (৫০)। আহতরা হল- একই উপজেলার দেওগ্রামের বাচ্চু মিয়ার ছেলে হাসান আলী (৩৫), আব্দুর রহিম (৩০),মৃত নিজাম উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ (৩৩) ও আবুল হোসেন(৪০), নেজাম উদ্দিনের ছেলে জিলহাজ (৩০), পুনট পশ্চিম নয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে নুরনবী (৪২), পুনটের বুদা মিয়ার ছেলে চিবাস (৪৫),আজগর আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪৪) ও রফিক উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে আবু তালেব ও রাজু মিয়াসহ ১১ জন ব্যবসায়ী গরু কেনার জন্য কালাই উপজেলার পুনট থেকে জয়পুরহাটের পাঁচবিবি গো-হাটিতে যাচ্ছিলেন। পথিমধ্যে জয়পুরহাট-বগুড়া সড়কের বানিয়াপাড়া পুলিশ বক্স সংলগ্ন এলাকায় তাদের বহনকারী শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির চাকা পাংচার হয়ে উল্টে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর ৪ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার্ড করেন। শজিমেক হাসপাতালে যাওয়ার পথেই আবু তালেব ও রাজু মিয়া মারা যান। আহতদের জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments