শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাউখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়া কুতুপালং ৫ নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর দেড়টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও এনজিও কর্মিরা অগ্নিকান্ড নিয়ত্নে আনেন। তবে ক্ষয়-ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।
উখিয়ার থানার ওসি আবুল খায়ের জানান, উখিয়া রোহিঙ্গা শিবিরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন। যাতে কোন ধরনের অপীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে নজরদারী রাখা হয়েছে।গ্যাস সিলিন্ডার বিস্ফারণ হয়ে অর্ধশতাধিক ঝুপড়ি ঘর ও একটি মসজিদ পুড়ে যায়।এ সময় আগুন নিপাতে গিয়ে প্রায় ১৫ জন রোহিঙ্গা আহত হয়।তাদেরকে এম এস এফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়,খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল না পুছলে পুরো রোহিঙ্গা শিবির জ্বলে যেত।
প্রসঙ্গত, ২০১৭ সালে ২৫ আগস্টের পর মিয়ানমার সেনাদের অভিযানের মুখে পড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা নাফনদী পেরিয়ে কক্সবাজারের উখিয়া-টেকনাফের পাহাড় ও বন কেটে আশ্রয় নিয়েছেন। এর আগে ৪ লাখের মত রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। সব মিলিয়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments