শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় খাচায় মৎস্য চাষের নামে সরকারের লাখ লাখ টাকা আত্মসাৎ

কলাপাড়ায় খাচায় মৎস্য চাষের নামে সরকারের লাখ লাখ টাকা আত্মসাৎ

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় খাচায় মৎস্য চাষের নামে অসাধু কর্মকর্তাদের সাথে আঁতাত করে একটি সংঘবদ্ধ চক্র সরকারের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। কলাপাড়া উপজেলায় বিশাল আয়তনের বদ্ধখাল রয়েছে কয়েক’শ তার ওপর মৎস্য চাষের তেমন কোন প্রজেক্ট দেখা যায়না অথচ খাচায় মৎস্য চাষের নামে কয়েক বছর আগে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বদ্ধখালে বেশ কিছু মৎস্যজীবীরা খাচায় মাছ চাষ শুরু করেন। সরকারের লক্ষ লক্ষ টাকা বরাদ্ধ নিয়ে ওই প্রকল্পের কাজ শুরু করেন। কিছু দিন পরে দেখা যায় খাচায় মৎস্য চাষের সকল উপকরণ ভাগবাটোয়ারা করে নিয়ে যায়। সরকারের বরাদ্ধকৃত অর্থ অফিস কর্তাব্যাক্তির ও একটি সংঘবদ্ধ চক্র মাধ্যমে ভাগ বাটোয়ারা হয়ে যায়। ২০১৭-২০১৮ সালে একটি প্রকল্প তৎকালীন মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের নজরে আসে তাই তিনি ২০ জনকে উপকার ভোগীর নামে দুই লক্ষ করে টাকা বরাদ্ধ দিয়ে নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর ও নেয়ামতপুর গ্রামে কিছু মৎস্যজীবী নিয়ে গলমৈর খালে খাচায় মাছ চাষ শুরু করে। যত দিন সরকারের বরাদ্ধ না পায় ততদিন মৎস্যজীবীদের খাচার দিকে নজর থাকে।বরাদ্ধ পাওয়ার পর আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।বর্তমানে খাচায় মৎস্য চাষের ড্রামও উপকরণ গুলো অযন্তে অবহেলায় পরে রয়েছে। এব্যাপারে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ সাহা জানান,ওই প্রকল্পটি আমার সময় হয়নি সাবেক মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের সময় হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments